পোস্টগুলি

মতপ্রকাশ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ঈশ্বর কি বিভক্ত হন? গদ্য কবিতা (পর্ব-১)

ছবি
  🕊️ গদ্য কবিতা: ঈশ্বর কি বিভক্ত হন? আমি চেয়ে দেখি, আকাশ সব মানুষের জন্যই নীল । নদীর জলে আলাদা কোনো ধর্ম লেখা থাকে না। সূর্য উঠে হিন্দু-মুসলিম-খ্রিস্টান-ইহুদি সব ঘরের উঠোনে, আর চাঁদ রাতের নির্জনে সবার ঘুমে সমান জ্যোৎস্না ছড়িয়ে দেয়। তবু কেন আমি শুনি— তুমি ‘ ঈশ্বর ’ বলো, সে নাকি আমার ‘ আল্লাহ ’ নয়? তুমি ‘ গড ’ বলো, সে নাকি ‘ ব্রহ্ম ’ হতে পারে না? তোমার ঈশ্বর পবিত্র , আর আমারটা নাকি কুসংস্কার ? আমি হাঁটি, দেখি সবাই ঈশ্বর খোঁজে, কিন্তু কেউ কাউকে মানুষ ভাবে না। মন্দিরে পাথর, মসজিদে মিনার, গির্জায় ক্রুশ— ঈশ্বর সবখানে চুপ । তিনি চুপ, কারণ তিনি দেখেন মানুষ তাঁর নামে মানুষকে হত্যা করে। আমি ভাবি, ঈশ্বর কি এতটাই দুর্বল, যে আমার টিপ পরা , অন্য কারো টুপি পরা , কিংবা কারও প্রার্থনার ভাষা শুনে কাঁপেন? তাহলে তো ঈশ্বর নন, তিনি আমাদের ভয়ের পুতুল । আমি বিশ্বাস করি, ঈশ্বর একজন — যিনি নাম চেনেন না, ভাষা বোঝেন না, শুধু হৃদয়ের স্পন্দন শোনেন। যেখানে চোখে জল , সেখানেই তাঁর আসন। যেখানে ভালোবাসা , সেখানেই তাঁর ধ...

নিদারুণ অসহায়

ছবি
নিদারুণ অসহায়! ভয় ভয় মন ভাবি বসে সারাক্ষণ কী যেন হয় কখন কথা বলি যখন। কথা বলি কম পেছনে দাঁড়িয়ে যম কান খাড়া হরদম উল্টোপাল্টা হলেই খতম! ধর্ম অবমাননার অজুহাত খুঁজে বেড়ায় দিনরাত ধর্মের গেলো জাত ধর মার বেজাত। তাই মনে ভয় কখন যে কী হয় কেউ যদি কিছু কয় ভেবেচিন্তে বলতে হয়। এ-কী নিদারুণ অসহায় মানবতা গেলো কোথায় জবরদস্তি চাপিয়ে মাথায় ধর-মার কথায় কথায়! ✍️ নিতাই বাবু নাগরিক সাংবাদিক, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ০২/০৫/২০২৩ ইং। ছবি: ইন্টারনেট থেকে সংগ্রহ। 📤 শেয়ার করুন: Facebook | Twitter | WhatsApp | Email