নিদারুণ অসহায়



নিদারুণ অসহায়!

ভয় ভয় মন
ভাবি বসে সারাক্ষণ
কী যেন হয় কখন
কথা বলি যখন।

কথা বলি কম
পেছনে দাঁড়িয়ে যম
কান খাড়া হরদম
উল্টোপাল্টা হলেই খতম!

ধর্ম অবমাননার অজুহাত
খুঁজে বেড়ায় দিনরাত
ধর্মের গেলো জাত
ধর মার বেজাত।

তাই মনে ভয়
কখন যে কী হয়
কেউ যদি কিছু কয়
ভেবেচিন্তে বলতে হয়।

এ-কী নিদারুণ অসহায়
মানবতা গেলো কোথায়
জবরদস্তি চাপিয়ে মাথায়
ধর-মার কথায় কথায়!

✍️ নিতাই বাবু
নাগরিক সাংবাদিক,
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
০২/০৫/২০২৩ ইং।
ছবি: ইন্টারনেট থেকে সংগ্রহ।


📤 শেয়ার করুন: Facebook | Twitter | WhatsApp | Email

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বর ভাবনা

মা নাই যার, সংসার অরণ্য তার