পোস্টগুলি

ইতিহাস ও ধর্ম লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কামরূপ কামাখ্যা কি সত্যি যাদুর দেশ?

ছবি
    আসাম রাজ্যের কামরূপ জেলায় কামাখ্যা মন্দির। আমাদের দেশে ওঝা, বৈদ্য, কবিরাজ, ফকির, সাধু, সন্ন্যাসীর অভাব নেই। গ্রাম-গঞ্জ, হাট-বাজার, শহর-বন্দর, রাস্তাঘাট, ফুটপাত—সবখানেই তাদের আনাগোনা দেখা যায়। তারা প্রায়শই “কামরূপ কামাখ্যা”র দোহাই দিয়ে মানুষের হাতে তাবিজ-কবচ ধরিয়ে দিয়ে ইচ্ছেমতো টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। তাদের মুখে “কামরূপ কামাখ্যা”র নাম শুনে সাধারণ মানুষ একপ্রকার অন্ধবিশ্বাসে ডুবে থাকে। এশিয়া মহাদেশের অধিকাংশ দেশেই এই প্রবণতা দেখা যায়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও মিয়ানমার—সব দেশেই মানুষ প্রচণ্ডভাবে ওঝা, ফকির, বৈদ্য, সাধু-সন্ন্যাসীদের ওপর নির্ভরশীল। নিজেদের ঘরের মানুষকে তারা বিশ্বাস করতে চায় না, অথচ এক ভণ্ড ফকিরের কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে। একদিকে যেমন দয়ালু, তেমনি কৃপণও—নিজের ভাই না খেয়ে থাকলেও তাকে একটাকা দেবে না, অথচ এক ভণ্ড ওঝাকে হাজার টাকা দান করে দেয়! আসলে আমাদের অন্ধবিশ্বাসের রীতিনীতি এমনই। অনেকেই জানে না "কামরূপ" বা "কামাখ্যা" আসলে কী, কোথায় এবং এর তাৎপর্য কী। এই অজ্ঞানতার সুযোগ নিয়েই কথিত ওঝা, ফকির, বৈদ্যরা "কামরূপ কামাখ্যা...