পোস্টগুলি

খেতাব লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বাঁশ গাছকে বাদ বিয়ে জাতীয় বৃক্ষ খেতাব দেয়া হলো আম গাছকে

ছবি
          ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ।  আপনাদের কি কারোর মনে আছে, এই বঙ্গদেশে কবে ঘূর্নিঝড় ফণী আঘাত হেনেছিল? হ্যাঁ, আমার বেশ মনে আছে! ঘূর্নিঝড় ফণী এই বঙ্গদেশে আঘাত হেনেছিল ২০১৯ ইং খ্রীস্টাব্দের মাঝামাঝি সময়ে। সেদিন আমি আমার বাসার সামনে থাকা চায়ের দোকানে বসে ছিলাম চা পান করার জন্য।  এমন সময় শুরু হলো, ঘূর্নিঝড় ফণী'র আক্রমণ। সেসময় ছিলো আমের সৃজন। গাছে-গাছে ঝুলে আছে আম। এলাকার ছোটছোট ছেলে-মেয়েরা ওই ঘূর্নি ঝড়ের তীব্র বাতাস উপেক্ষা করে আম কুড়ানোর জন্য আমগাছের নিচে ঘুরঘুর করছিল। বাতাসও তীব্র বেগে বয়ে যাচ্ছিল! সেদিন ঘটে যাওয়া ঘূর্ণিঝড় ফণীর তীব্র বাতেসে একটা আমগাছ থেকে আম ঝরে পরছিল। সেই আম কুড়িয়ে নিচ্ছিল এলাকার কিছু ছেলে-পেলে। সেই দৃশ্য দেখে আমি নিজেই হারিয়ে গেলাম আমার সেই ছোটবেলার স্মৃতিতে। একসময় আমের সৃজনে আমিও এরকমভাবে আম কুড়িয়েছি। এ নিয়ে কত বকুনিও শুনেছি। তবুও তুফান বৃষ্টির দিনে কেউ ঘরে বেঁধে রাখতে পারেনি। আমের সৃজনে আকাশে কালো মেঘ দেখলেই আমগাছের নিচে  গিয়ে চুপ করে বসে থাকতাম।ঘূর্নিঝড় ফণীর দিনে ছেলেটার আম কুড়ানো দেখে আমার মনের টেলিভিশনের পর্দ...