শ্রীমদ্ভগবদ্গীতা – পর্ব ১ | অর্জুন বিষাদ যোগ প্রস্তাবনা

শ্রীমদ্ভগবদ্গীতা – পর্ব ১ | নিতাই বাবু 📖 শ্রীমদ্ভগবদ্গীতা – পর্ব ১ ✍️ নিতাই বাবু 🔰 প্রস্তাবনা শ্রীমদ্ভগবদ্গীতা মানবজীবনের শ্রেষ্ঠ দার্শনিক গ্রন্থ। এখানে জীবনের কর্তব্য, ধর্ম, নীতি ও আধ্যাত্মিকতার অনন্য সমন্বয় পাওয়া যায়। এই ধারাবাহিকে আমরা গীতার প্রতিটি অধ্যায় বাংলায় সহজভাবে উপস্থাপন করব। মোট ২৫ পর্বে সম্পূর্ণ গীতা এখানে আলোচনা হবে। 🕉️ প্রথম অধ্যায়: অর্জুন বিষাদ যোগ মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন সেনাদের দেখে ভীত ও দুঃখভারাক্রান্ত হন, তখন তিনি শ্রীকৃষ্ণের শরণ নেন। তিনি যুদ্ধ না করার জন্য নানা যুক্তি দেখাতে থাকেন। এই অধ্যায়কে বলা হয় অর্জুন বিষাদ যোগ , কারণ এখানে অর্জুনের মানসিক দুঃখ ও দ্বন্দ্ব ফুটে উঠেছে। 📜 নির্বাচিত শ্লোক ধৃতরাষ্ট্র উবাচঃ — “ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুত্সবঃ। মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়।। ১.১।।" অর্থাৎ—ধৃতরাষ্ট্র বললেন: হে সঞ্জয়! ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যখন আমার পুত্রগণ ও পাণ্ডবগণ যুদ্ধ করতে সমবেত হল, তখন তারা কী করল? এভাবেই গীতার শুরু হয়। ধীরে ধীরে অর্জুন যখন নিজের আত্মীয়-স্বজন, গ...