পোস্টগুলি

মনসা_দেবী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মনসা পূজা — ইতিহাস, তাৎপর্য ও সারসংক্ষেপ

ছবি
  মনসা পূজা — ইতিহাস, তাৎপর্য ও সারসংক্ষেপ | নিতাই বাবু মনসা পূজা — ইতিহাস, তাৎপর্য ও সারসংক্ষেপ মনসা পূজা হলো হিন্দুধর্মে সাপের দেবী মনসার আরাধনা। বাংলার গ্রামীণ সমাজে বিশেষভাবে প্রচলিত এই পূজা মূলত সাপের দংশন থেকে মুক্তি, পরিবারে শান্তি এবং কল্যাণ কামনায় অনুষ্ঠিত হয়। মনসা দেবীকে “নাগদেবী” বা “সাপের দেবী” বলা হয়। তাঁর পূজা শ্রাবণ মাসে বিশেষভাবে পালিত হলেও অন্যান্য সময়েও পালিত হতে দেখা যায়। 📜 মনসা পূজার ইতিহাস মনসা দেবীর উৎপত্তি সংক্রান্ত কাহিনি একাধিক গ্রন্থে পাওয়া যায়। পুরাণ মতে, তিনি ঋষি কশ্যপ ও কদ্রুর কন্যা, আবার শিবের মন থেকে উদ্ভূত শক্তির রূপ হিসেবেও পরিচিত। বাংলার মধ্যযুগে রচিত মনসামঙ্গল কাব্য মনসা পূজার ইতিহাসের প্রধান ভিত্তি। এখানে বর্ণিত হয়েছে চাঁদ সৌদাগরের কাহিনি । তিনি ছিলেন ধনী ব্যবসায়ী কিন্তু মনসা দেবীর পূজা করতে অস্বীকার করেছিলেন। দেবী বারবার তাঁর জীবনে নানা বিপদ সৃষ্টি করেন—জাহাজ ডুবিয়ে দেন, সন্তানহানি ঘটান। অবশেষে চাঁদ সৌদাগরের পুত্র লক্ষ্মীন্দর সাপের দংশনে মৃত্যুবরণ করলে বাধ্য হয়ে তিনি দেবীকে পূজা করেন। তখন মনসা সন্তুষ্ট হয়ে আ...