বৈশাখ আসে বৈশাখ যায়

কতো বৈশাখ আসে কতো বৈশাখ যে যায়, পহেলা বৈশাখে ধনীরা ভালো খাবার খায়। জানেন, পহেলা বৈশাখে গরিবরা কী খায়? বারোমাস যা খায়, তা-ই খেয়ে বৈশাখ কাটায়! যাদের আছে প্রচুর তারা খায় পান্তা-ইলিশ, মোদের মতো গরিবেরা খায় পান্তা-মরিচ। অনেকেই খায় কোরমা পোলাও মাছ মাংস, আর এই দুর্মূল্যের বাজারে গরিবরা হচ্ছে ধ্বংস! বৈশাখের কতো আয়োজন নাচ-গানে ভরপুর, গরিবের বারোমাসই দুঃখ অভাব হয়না তো দূর! বৈশাখে ধনীর দুলাল পরে নতুন জামা-কাপড়, গরিবের নতুন একটা জামা মানে মরণকামড়! তবুও গরিবদের প্রার্থনা বৈশাখ আসুক বারবার, হয়তো আগামী বৈশাখে ভালো কিছু হবে তার। এবার নাহয় বৈশাখে অনন্দ-উল্লাস করুক ধনীরা, পরের বৈশাখে গরিবেরা আনন্দে হবে দিশেহারা। প্রিয় পাঠক , কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন। নিতাই বাবু , নাগরিক সাংবাদিক ও ব্লগার, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সোনেলা ব্লগ ও শব্দনীড় ব্লগ । ০৫/০৫/২০২৩ইং।