পোস্টগুলি

কদম-রসূল লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কদম রসূল দরগাহের ইতিহাস ও কিছু শোনা কথা

ছবি
              কদম রসূল দরগাহ বন্দর নবীগঞ্জ।  একসময় আমাদের বাসস্থান ছিল নারায়ণগঞ্জ বন্দর থানাধীন লক্ষ্মণখোলা আদর্শ কটন মিলস্ অভ্যন্তরে। তাই কোনোএক সময় কদম রসূল দরগাহ'র বাৎসরিক ওরশ উপলক্ষে যেই মেলা বসে, সেই মেলায় ঘুরতে যেতাম। কদম রসূল দরগাহ'র ওরশ উপলক্ষে মেলায় গিয়েই প্রথমে যেতাম, দরগাহ অভ্যন্তরে থাকা কদম রসূল নামে কালো পাথর দেখতে। দেখতে গিয়ে পায়ের ছাপযুক্ত কালো পাথরটি ছুঁয়ে ভক্তি করতাম। তারপর হাত পেতে থাকতাম পাথর থেকে ঘামানো দুই-তিন ফোঁটা জলের জন্য। খাদেম সাহেব হাতের তালুতে দুই-তিন ফোঁটা জল দিলে তা চুমু দিয়ে খেতাম, মাথায় মাখতাম। তারপর হতো মেলায় ঘুরাঘুরি। এ ছোটবেলার কথা। তারপর যখন হাঁটি হাঁটি পা পা করে বড় হলাম, তখন লোকমুখে শুনতাম এই কদম রসূল দরগাহ নিয়ে নানারকম কাহিনী।  কদম রসূল দরগাহ নিয়ে লোকমুখে যা শোনা যেতো, তা হলো এরকম: অনেকেই বিশ্বাস করে, পবিত্র দরগাহ'টি গায়েবি উঠেছিল।  কিন্তু তা কীভাবে? ❝শোনা যায়, একদিন রাতভোর হতে-না-হতেই মজমপুর (বর্তমান কদম রসূল) গ্রামের মানুষ এই  দরগাহ শরিফটি দেখতে পায়। তাই অনেকের ধারণা এটি আল্লাহতাও...