পোস্টগুলি

ভাগ্য লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ভাগ্যের অবনতি

ছবি
             ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ।  সৎ কর্মে ভাগ্য ফিরে হয় সম ভাগ্যবান  অসৎ কর্মে দুঃখ-কষ্ট হয় কতো অপমান  স্রস্টা দিয়েছে দৃষ্টি বিবেক বুদ্ধি জ্ঞান  সেই জ্ঞান বিলিয়ে দিয়ে হও বুদ্ধিমান।    মনে নেই ভক্তি মুখে হরিনাম ভগবান  মিছে ভক্তি মেলে না মুক্তি দূষিত প্রাণ শত কষ্টেও যদি গাহে স্রস্টার গুনগান  স্রস্টা বলে তুমিই পাবে বিস্তর সম্মান।  কেউ সৎ কর্মে করে বড় গাফলতি আবার কেউ অসৎ পথে করে মাতামাতি দুঃখ এলে ভাগ্যকে বলে এটাই নিয়তি  আসলে কর্ম দোষেই হয় ভাগ্যের অবনতি।  প্রিয় পাঠক , কবিতাটা ভালো লাগলে দয়াপূর্বক লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন।  নিতাই বাবু: নাগরিক সাংবাদিক ও ব্লগার, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, সোনেলা ব্লগ ও শব্দনীড় ব্লগ ।  ০৪/০৫/২০২৩ইং। ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ।