সুদর্শনচক্র: ভগবান বিষ্ণুর মহাশক্তিধর দেবঅস্ত্র ও এর ব্যবহার

✦ সুদর্শনচক্র: ভগবান বিষ্ণুর দেবঅস্ত্র ✦ সুদর্শনচক্র হিন্দু ধর্মগ্রন্থে ভগবান বিষ্ণুর এক মহাশক্তিধর অস্ত্র। এটি একটি চক্রাকৃতি ঘূর্ণায়মান চাকতি , যা অসুর ও দুষ্ট শক্তিকে ধ্বংস করার জন্য ব্যবহৃত হত। বিশ্বকর্মা এটি নির্মাণ করেছিলেন এবং এর শক্তি অপরাজেয়। 🔹 সুদর্শনচক্রের বৈশিষ্ট্য 🔥 দীপ্তিময় ও অদম্য অস্ত্র ⚔️ অসংখ্য ধারালো প্রান্ত রয়েছে 🌌 সর্বদা বিষ্ণুর ডান হাতে অবস্থান করে 🌟 স্পর্শ করলে যেকোনো কিছু ধ্বংস করতে সক্ষম 🔹 দেবতাদের কাজে ব্যবহার প্রাচীনকালে যখন অসুররা দেবতাদের পরাজিত করত, তখন ভগবান বিষ্ণু সুদর্শনচক্র ব্যবহার করে দেবতাদের রক্ষা করতেন। এর মাধ্যমে— 🚩 অসুর ও দানব ধ্বংস করা হতো 🛡️ ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করা হতো 🙏 ভক্তদের রক্ষায় ব্যবহৃত হতো 🔹 পুরাণের উদাহরণ ✔️ মহাভারত -এ শ্রীকৃষ্ণ সুদর্শনচক্র দিয়ে শিশুপালকে হত্যা করেন। ✔️ ভাগবত পুরাণে ভক্তদের রক্ষার্থে দুর্যোগ ও শত্রুবিনাশে সুদর্শনচক্র পাঠানো হয়। ✔️ সমুদ্র মন্থনের সময় দেবতাদের রক্ষায়ও এট...