পোস্টগুলি

কান্না লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দুঃখ আমার চিরসাথী হাসি আমার জীবনসঙ্গী

ছবি
      দুঃখ আমার চিরসাথী, হাসি আমার জীবনসঙ্গী!   জন্ম থেকেই দুখী আমি। তাই দুঃখকে খুবই ভালোবেসে ফেলেছি। দুঃখও আমাকে ভালোবাসে। আমি যেমন দুঃখ ছাড়া চলতেই পারি না, দুঃখও আমাকে ছাড়া থাকতে পারে না। দুঃখটাকে ভুলে থাকার জন্য আমি অনেকবার অনেক চেষ্টা করেছি। কিন্তু দুঃখকে ভুলতে পারিনি।  একবার দুঃখকে প্রিয় জন্মভূমিতে রেখে ভারত গিয়েছিলাম। মনে করেছিলাম, দুঃখ আর আমার নাগাড় পাবে না। আমি সুখ নিয়ে মহা সুখে থাকবো। কিন্তু না, জন্মভূমির দুঃখ সাথে না গেলেও, আমি ভারতে পা রাখার পরপর ভারতের দুঃখ আমাকে আশ্রয় করে ফেললো। সুখের আশায় ভারত গেলে আর কী হবে, ঐ দেশের সুখ আমার জীবনে খাপ খাওয়াতে পারিনি। অবশেষে যে-ক'দিন ভারতে ছিলাম, ভারতের দুঃখকে সাথী করেই ছিলাম। অবশেষে ভারত থেকে দেশের মাটিতে পা রেখেই আবার নিজ দেশের দুঃখকে সাথী করে নিলাম।  তারপরও জীবন চলার মাঝে যখন এই পৃথিবীর আলোকিত মানুষগুলো দেখি! তাদের সুখও  দেখি! তখন ইচ্ছে হয় নিজেও একবার জীবনটাকে আলোকিত করতে। কিন্তু জীবনটাকে আলোকিত করার জন্য এতো আলো কোথায় পাই? এ নিয়ে নিজে নিজেই ভাবি! ভাবতে ভাবতে আলোর দেবতা সূর্যদেবের কথা মনে প...

কান্নার প্রতিযোগিতা

ছবি
করোনা কালে চলছে কান্নার প্রতিযোগিতা, কান্নার চাপে হারিয়ে গেছে সহমর্মিতা কাঁদছে কবিদের লেখা কবিতা কাঁদছে বিশ্বের মানবিকতা পর্যটনে নীরব নিস্তব্ধতা  কান্নার প্রতিযোগিতা। কান্নার প্রতিযোগিতায়, কাঁদে স্বজন হারানোর বেদনায় কেউ কাঁদে ভুগে ঘাতক করোনায় কেউ কাঁদে দ্বারে-দ্বারে ক্ষুধার জ্বালায় কাউ কাঁদে রাস্তায় সন্তানের অবহেলায় কেউ কেউ নীরবে কাঁদে ধুঁকে ধুঁকে লজ্জায়। কাঁদছে কেউ নিজের আখের গোছানোর ধান্দায়, টাকার পাহাড় গড়তে কাঁদছে বসে অট্টালিকায় জনপ্রতিনিধিরা চোখ মুছে চালের বস্তায় কেউ কাঁদার অভিনয়ে পরকে ঠকায় অসাধু ব্যক্তিরা সুযোগে কাঁদায় কন্নার প্রতিযোগিতায়। কান্নার প্রতিযোগিতায়, কান্নায় ভেঙে পড়ছে নমুনা পরীক্ষায় কান্না থামছে না হাসপাতালের বারান্দায় চলছে কান্নার প্রতিযোগিতা জায়গায় জায়গায়  কেউ কাঁদে সুখে, কেউ কাঁদে দুখে, কেউ কাঁদে ধান্দায়  প্রতিদিন নতুন করে যোগ হচ্ছে কান্নার প্রতিযোগিতায়। প্রিয় পাঠক , কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক  লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন।   নিতাই বাবু, নাগরিক সাংবাদিক ও ব্লগার, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সোনালা ব্লগ  ও  শব্দনীড় ব্লগ। ০৬/০৫/২০২৩ইং।