পোস্টগুলি

বিটিভি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ডিসএন্টেনা আর ব্রডব্যান্ড ইন্টারনেটর কারণে কি বিটিভি সহ দেশীয় চলচ্চিত্র একদিন ধ্বংস হয়ে যাবে?

ছবি
কোনোএক সময়ের সাদাকালো টেলিভিশনের হুলুস্থুল শেষ হয়ে শুরু হয়েছিল কালার টেলিভিশনের সু-সময়।  সাথে ডিসএন্টেনা সংযোগ। তারপর ওয়াইফাই নামের ইন্টারনেট সংযোগে দেখা মেলে। ওয়াইফাই নামের ইন্টারনেট সংযোগের মাধমে চলে বিশাল পর্দার স্মার্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম টেলিভিশন। তাই বর্তমানে দেখা যায় দেশের আনাচে-কানাচে, ঘরে-বাইরে, হাট-বাজারে এসব টেলিভিশনের ছড়াছড়ি। এমনকি রাস্তার পাশে থাকা বস্তির ঝুপড়ি ঘরেও চলছে আগেকার বাক্স মার্কা কালার টেলিভিশনের পাশাপাশি স্মার্ট টেলিভিশন। এসব টেলিভিশনের সামনে বসে ছেলে বুড়ো সবাই মনের আনন্দে রঙিন পর্দায় প্রদর্শিত কত কী উপভোগ করছে। মহল্লার গলিতে থাকা প্রতিটি মুদি দোকান, চা’র দোকানেও থাকছে টেলিভিশন নামের এই জাদুর বাক্সটা। চা পান করছে, সিগারেট ফুঁকছে, আর চোখ রাখছে টেলিভিশনের দিকে। এদের মাঝে থাকা বুড়ো বয়সের কাউকে যদি জিজ্ঞেস করি, “কেমন চলছে বর্তমান স্যাটেলাইট যুগে আমাদের দেশীয় নাটক,সিনেমা, বিটিভি’র গরম নরম খবর?« এককথায় উত্তর আসে, “না, ওইসব বেশি ভালো না! ওইসব আর এখন দেখতে ভালো লাগে না। দেশীয় টিভি চ্যানেলেও আগের মতো নাটক, পুরানো দিনের ছায়াছবি দেখানো হয় না। যদি...