জন্ম ধর্ম কর্ম
জন্ম সবার একইভাবে, ধর্ম ভিন্ন-ভিন্ন, কর্মও ভিন্ন, তবুও কেউ ধন্য কেউ নগন্য। কর্ম যার ভালো, ভাগ্যও হয় ভালো, যদিও হয় কালো, জ্ঞানে বাড়ায় আলো। মাথার মগজ একইরকম, জ্ঞান হয় ভিন্ন, কেউ হয় সভ্য মানুষ, কেউ আবার বন্য। জন্ম, কর্ম, ধর্ম, ভিন্ন-ভিন্ন মতান্তর, এভাবেই চললে জগৎ, চলবে যুগযুগান্তর। নিতাই বাবু: নাগরিক সাংবাদিক, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ০১/০৫/২০২৩ইং। ছবি নিজের মতো বানানো।