পোস্টগুলি

বাংলা উৎসব লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কালী পূজার ইতিহাস — তাৎপর্য ও কালী দেবীর বারো রূপ

ছবি
  কালী পূজার ইতিহাস, তাৎপর্য ও বারো কালী দেবীর রূপ | নিতাই বাবু কালী পূজার ইতিহাস, তাৎপর্য ও কালী দেবীর বারো রূপ কালী পূজা হিন্দুধর্মের একটি প্রধান শক্তিপূজা , যা বিশেষত বাংলায় ও পূর্ব ভারতে ব্যাপকভাবে পালিত হয়। দীপাবলির রাত্রে অমাবস্যার অন্ধকারে কালী পূজা করা হয়, যা অশুভ শক্তি, অজ্ঞানের অন্ধকার ও ভয়কে বিনাশ করে শক্তি, সাহস ও মুক্তির আলো জ্বালায়। কালী দেবী হলেন মহামায়া দুর্গার এক ভয়ঙ্কর রূপ, যিনি অসুরবিনাশিনী ও মুক্তিদাত্রী হিসেবে পূজিত। 🌸 কালী পূজার ইতিহাস কালী পূজার উৎপত্তি মূলত তান্ত্রিক সাধনা র সঙ্গে যুক্ত। মধ্যযুগে বাংলার তান্ত্রিক সাধকেরা মধ্যরাত্রে মহাকালী পূজা করতেন সিদ্ধিলাভের উদ্দেশ্যে। কালক্রমে এই পূজা রাজা-মহারাজা ও সমাজের উচ্চবিত্তদের আশ্রয়ে সর্বজনীন আচার হয়ে ওঠে। বিশেষত কৃষ্ণচন্দ্র রাজা ও কৃষ্ণানন্দ আগমবাগীশ এই পূজাকে সর্বসাধারণের মধ্যে জনপ্রিয় করে তোলেন। এরপর থেকে বাংলায় দীপাবলির সঙ্গে কালী পূজা একত্রে পালিত হতে শুরু করে। 🌼 কালী পূজার তাৎপর্য অসুরবিনাশিনী শক্তি: কালী দেবী অশুভ শক্তি, দুষ্ট প্রবৃত্তি ও অহংকার দূর করেন...