পোস্টগুলি

সততা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শূন্য আমি ধন্য আমি

ছবি
শূন্য আমি, ধন্য আমি শূন্য আমি, ধন্য আমি আজ, নেই আমার কোনো স্থির বাড়ি ঘর, পরের বাড়ি আমার প্রিয় আশ্রয়, নিজের দেহখানাও যেন পরম পর। পর পর সকলই আমার থেকে যায় দূরে, নিজস্ব কিছুই থাকে না সবার মাঝে, ‘আপন’ বলতে কোনো মর্ম নেই জীবনে, কর্মই শুধু আমার একমাত্র বড় আপন। কর্মেই আমার প্রাণের অমল ধারা, কর্মে মিশে আছে আমার জীবনের সারা, কর্ম করতে হয় যতদিন বেলা শেষ, ধর্মে রাখি অটল বিশ্বাস ও ভক্তি। নিশ্বাসে নেই আর কোনো মিথ্যা বিশ্বাস, সততার পথে চলি অটল মনোবল নিয়ে, সততায় খুঁজি মুক্তির অনন্ত আলো, মোহ-মায়ার ঊর্ধ্বে উঠে মুক্তির ঠিকানা। শূন্য আমি, ধন্য আমি নিরন্তর, নিজেকে ভুলে গেছি পরের মাঝে ঘুরে, শুধু কর্মেই খুঁজে পাই স্বপ্নের গান, সেই গানেই আমার মুক্তির সুর বাজে। বাঁচার মানে না আমি খুঁজে নিজেকে, পার হয়ে যাবো এই ক্ষণস্থায়ী ভুবনে, আত্মার দীপ জ্বালাই কর্মের পাথেয় দিয়ে, যাতে মৃত্যুর পরও থাকে আলোর রেখা। শূন্য আমি, ধন্য আমি সত্যের পথে, কর্মের সাধনায় মুক্তির ছোঁয়া পাই, পরের দুঃখের পাশে দাঁড়াই হাত বাড়িয়ে, সত্যের আলোয় আমার জীবন ঝলমল করে। ✍️ লেখক: নিতাই বাবু 🔗 ব্লগ...