পোস্টগুলি

শেখ_হাসিনা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আস্থা হারানো নেত্রী — শেখ হাসিনা ও তাঁর পিতার সৃষ্ট ফলার প্রতি মানুষের বিচ্ছিন্নতা

ছবি
  আস্থা হারানো নেত্রী — শেখ হাসিনা ও তাঁর পিতার সৃষ্ট ফলার প্রতি মানুষের বিচ্ছিন্নতা আস্থা হারানো নেত্রী — শেখ হাসিনা ও তাঁর পিতার সৃষ্ট ফলার প্রতি মানুষের বিচ্ছিন্নতা শেখ হাসিনা, তুমি দেশের মানুষের কাছে আর সেই আস্থা রাখো না যা এককালীন তোমার পিতার হাতে গড়ে উঠেছিল। সেই ফলার, যাকে তুমি ধ্বংসাত্মক নীতিমালা ও স্বার্থপরতার মিশেলে এমনভাবে সাজিয়ে রেখেছো, যা আজকের জনগণ স্পষ্ট দেখতে পারছে। তোমার বাবার নামের আশ্রয়ে গড়ে ওঠা সেই পাথেয়, যা একসময় গণতান্ত্রিক স্বপ্ন ও উন্নতির প্রতীক ছিল, আজ সে পথ হারিয়েছে তার আলো। মানুষ বুঝতে পেরেছে, সেখানে আর নেই স্বচ্ছতা, নেই ন্যায় ও সাম্যের বাণী। তুমি সেই পথকে এমনভাবে বিকৃত করেছো যে, সাধারণ মানুষের বিশ্বাসের জোয়ার থমকে গেছে। তোমার শাসনের অধীনে তৈরি সেই কাঠামো—যেখানে ক্ষমতা কেন্দ্রিক, যেখানে স্বজনপ্রীতি, দুর্নীতি ও চাঁদাবাজির গন্ধ সর্বত্র ঘুরছে—সেখানে সাধারণ মানুষের অধিকার ও স্বপ্ন কিছুমাত্র মূল্য রাখে না। তারা আর তোমার বা তোমার বাবার সৃষ্ট ফসলের প্রতি বিশ্বাস রাখতে চায় না, কারণ তারা দেখেছে সেই ফলগুলো বিষাক্ত, যা তাদের জীবনকে বিষিয়ে...