পোস্টগুলি

মুক্তি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শ্রীমদ্ভগবদ্গীতায় কর্মফল ত্যাগ ও মুক্তির পথ — পর্ব-২৪

ছবি
  শ্রীমদ্ভগবদ্গীতায় কর্মফল ত্যাগ ও মুক্তির পথ — পর্ব-২৪ | নিতাই বাবু শ্রীমদ্ভগবদ্গীতায় কর্মফল ত্যাগ ও মুক্তির পথ — পর্ব-২৪ শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কর্মফল ত্যাগের মাধ্যমে জীবনের মুক্তির পথ দেখিয়েছেন। কর্ম করতে হবে কর্তব্যবোধ থেকে, কিন্তু ফলাফলের প্রতি আসক্তি থাকলে মানুষ বন্ধনে আবদ্ধ হয়। অন্যদিকে নিঃস্বার্থ কর্ম মানুষকে মুক্তির পথে এগিয়ে দেয়। 🌿 কর্মফল ত্যাগের মূল শিক্ষা কর্তব্য পালন: নিজের কর্তব্য থেকে পিছিয়ে যাওয়া নয়। আসক্তি ত্যাগ: কাজের ফলাফলের প্রতি আসক্তি না থাকা। ভগবানের উদ্দেশ্যে কর্ম: সব কাজকে ঈশ্বরের সেবারূপে সম্পাদন করা। আত্মশুদ্ধি: কর্মফল ত্যাগের মাধ্যমে আত্মাকে পবিত্র করা। ✨ মুক্তির পথ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন— “যে ব্যক্তি নিঃস্বার্থভাবে কর্তব্যকর্ম সম্পাদন করে, সে-ই প্রকৃত মুক্তির যোগ্য।” এই শিক্ষা মানুষকে লোভ, রাগ, দ্বেষ থেকে মুক্ত করে এবং জীবনে শান্তি আনে। 🔔 উপসংহার কর্মফল ত্যাগ মানেই কাজ না করা নয়। বরং কাজ করতে হবে দায়িত্ববোধ থেকে, কিন্তু আসক্তি ছাড়া। এভাবেই মানুষ সংসারবন্ধন থেকে মুক্তি লাভ করে এবং চূড়ান্তভ...