পোস্টগুলি

পাগলা-সাধু লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

একটি সমাধিস্থল মঠ ও একটা বটগাছের জন্মকথা

ছবি
ছবিটি পাগলা সাধুর সমাধিস্থলের মঠকে ঘিরে রাখা একটা বটগাছ।  একটি বটগাছের পরম মমতায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাগলা সাধুর সমাধিস্থানে নির্মিত একটি মঠ। মঠটি ঘিরে কথিত আছে অনেক জানা অজানা কথা। সেসব কথা নাহয় লেখার শেষাংশে প্রকাশ করবো। শুরুতে সুশীতল ছায়াসুনিবিড় দেববৃক্ষ বটগাছ নিয়ে কিছু লিখে জানাতে চাই। বটগাছ একটি বৃহদাকার বৃক্ষ জাতীয় উদ্ভিদ৷ আমাদের দেশের গ্রাম ও শহরে বট গাছ সাধারণত দুই প্রকারই বেশি দেখা যায়। কাঁঠালিবট ও জিরাবট৷ কাঁঠালি বটের পাতা ঠিক কাঁঠাল পাতার মতো। আর জিরাবটের পাতা পানপাতার মতো দেখা যায়। তাই দুইরকমের বটগাছের দুইটি নাম হয়েছে জিরাবট, আর কাঁঠালি বটগাছ।  কাঁঠালি বট ও জিরাবট এই দুই প্রকারের বটগাছ আমাদের দেশের শহর-বন্দর, গ্রাম-গঞ্জের আনাচে-কানাচে অনেক দেখা যায়। সবচেয়ে বেশি দেখা যায় পুরানো বাড়ির দেয়ালের কার্নিশে, প্রাচীর ঘেরা দেয়ালের ফাটলে।  বাউন্ডারি দেয়ালের ফাটলে অথবা পুরোনো স্থাপনার দেয়ালে বটগাছ জন্মানোর কারণ হচ্ছে, আগেকার সময়ে সিমেন্ট না থাকার কারণে ইটের দালান তৈরি হতো, ইটের সুরকীর সাথে চুন মিশিয়ে।  ইটের সুরকীর সাথে চুন মিশিয়ে স্থাপনা তৈরি কর...