পোস্টগুলি

মে ১৮, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অগণিত মাজারের দেশে গড়ে ওঠা এক মাজারের গল্প

ছবি
                      এটাও একটা মাজার।    এক মাজারের দেশে এক লোক ছিল। লোকটি ছিল খুবই গরিব। লোকটির দাদার একটা গাধা ছিল। দাদার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে গাধার মালিক হলেন লোকটির বাবা।  লোকটির বাবা ওই গাধা দিয়ে হাটবাজার থেকে ব্যবসায়ীদের মালামাল বহন করে সংসারের খরচ যোগাতেন। একদিন লোকটির বাবা মৃত্যুবরণ করলেন।  সংসারে খানাওয়ালা বলতে এক মেয়ে আর স্ত্রী মিলে তিনজন। জায়গা সম্পত্তি বলতে শুধু বাড়িটা। সম্পদ বলতে বাবার রেখে যাওয়া গাধাটি ছাড়া আর কিছুই ছিল না তার।  তাই লোকটি বাপদাদার রেখে যাওয়া গাধা দিয়েই বাপদাদার মতো ব্যবসায়ীদের মালামাল বহন করে সংসার চালাতে লাগলো। এভাবে চলতে লাগলো লোকটির ছোট সংসার। আর বাপদাদার রেখে যাওয়া গাধাটিও দিনদিন বুড়ো হতে লাগলো। হঠাৎ একদিন গাধাটি মরে গেলো। গাদা মরে যাওয়ার পর পাড়া-পড়শিদের জিজ্ঞেস করলো, "মরা গাদাটাকে কী করা যায়?" পাড়াপড়শি বললো, "গাধা আর ঘোড়া মরে গেলে মাটিচাপা দিতে হয়। কারণ, মানুষ পচা গন্ধ, আর গাধা ঘোড়ার পচা গন্ধও এরকম। তাই গাধা ঘোড়া মারা গেলে অনেকেই মাটিচাপা (কবর) দিয়ে রাখে...