পোস্টগুলি

অমানুষ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মানুষ নামের অমানুষ-গুলো : মানবতার অবক্ষয় ও সামাজিক বাস্তবতা

ছবি
  মানুষ নামের অমানুষ-গুলো পৃথিবীতে মানুষ নামের জীবটি নাকি সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। কিন্তু সব সময় কি মানুষ সত্যিই মানুষ হয়ে বেঁচে থাকে? ইতিহাস আর বর্তমান আমাদের দেখায়—সবাই মানুষ হলেও, সবার আচরণ মানবিক নয়। যারা নিজেদের স্বার্থ, লোভ, নিষ্ঠুরতা বা অমানবিক কাজ দিয়ে অন্যের ক্ষতি করে, তারাই আসলে “মানুষ নামের অমানুষ” । অমানুষ হওয়ার রূপগুলো লোভ ও স্বার্থপরতা: যারা নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করে, তারা মানবিকতার মুখোশ পরে অমানবিক কাজ করে। নিষ্ঠুরতা ও সহিংসতা: হত্যা, নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, শিশুশ্রম—এসবই অমানুষের চিহ্ন। ভণ্ডামি: সমাজে ভদ্রতার মুখোশ পরে ভেতরে অমানুষ হয়ে থাকা লোকদের পাওয়া যায় প্রচুর। অন্যায়ের সহযোগী: যারা চুপ করে অন্যায়ের পাশে দাঁড়ায়, তারাও অমানুষেরই অংশ। ইতিহাসে ও সমাজে অমানুষ ইতিহাসের পাতায় আমরা দেখি—যুদ্ধ, দাসপ্রথা, উপনিবেশবাদ, গণহত্যা, দুর্নীতি—সবই মানুষের হাতে তৈরি। অথচ এসব কাজ যারা করেছে, তারা মানুষ হিসেবেই জন্ম নিয়েছিল। আজকের সমাজেও আমরা দেখি দুর্নীতিবাজ নেতা, লোভী ব্যবস...