মানুষের মৃত্যু অনিবার্য — অনিশ্চয়তার পৃথিবী

মৃত্যুর উপর কারোর হাত নেই — অনিশ্চয়তার মধ্যে এক নিশ্চিত সত্য মৃত্যুর উপর কারোর হাত নেই — অনিশ্চয়তার মধ্যে এক নিশ্চিত সত্য লেখা: নিতাই বাবু • ভাবনা ও প্রতিফলন মৃত্যুর উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নেই। জীবন যতই পরিকল্পিত হোক না কেন—এই পৃথিবীর সমস্ত কিছু অনিশ্চিত। একমাত্র নিশ্চিত সত্য হলো মানুষের মৃত্যু। "এই পৃথিবীতে যা কিছু আছে, সবই অনিশ্চিত; কেবল মানুষের মৃত্যু-ই একমাত্র নিশ্চিত।" এ কথা ভেবেই মানুষকে জীবনের মূল্য বুঝতে হয়—আজকের প্রতিটি মুহূর্তকে যথার্থভাবে বাঁচার চেষ্টা করা উচিত। হিসেব-নিকেশ, অযথা দুশ্চিন্তা, ক্ষুদ্র বিবাদ—এসব জীবনের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়। কিছু ভাববার বিষয় ১) ধৈর্য ও নম্রতা: মৃত্যুর অনিবার্যতা আমাদের নম্র করে। অনিশ্চিত জীবনে ধৈর্য রাখা মানসিক শক্তি বাড়ায়। ২) সম্পর্কের গুরুত্ব: আপনজন, বন্ধু ও পরিবার—এরা শেষ পর্যন্ত সবচেয়ে মূল্যবান। সময় নষ্ট না করে সম্পর্ক লালন করা উচিত। ৩) প্রার্থনা ও মনোশক্তি: বিশ্বাস ও প্রার্থনা অনেক সময় মানুষের মানসিক ভার ...