শ্রীমদ্ভগবদ্গীতা – পর্ব ৩। কর্মযোগ ও কর্তব্যের শিক্ষা

শ্রীমদ্ভগবদ্গীতা – পর্ব ৩ পর্ব ৩ তে আমরা কর্মযোগের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করব। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে, মানুষ জীবনে সক্রিয়ভাবে কর্ম করতে বাধ্য, কিন্তু কর্মফল সম্পর্কে মোহ বা আশা রাখলে মানসিক ভারাভার বৃদ্ধি পায়। কর্মযোগের মূল বিষয়: নিজের দায়িত্ব পালন করা, কিন্তু ফলাফলের প্রতি আসক্ত না হওয়া। এটি মানুষকে সৎ, দায়িত্বশীল ও ধ্যানমগ্ন করে রাখে। শ্রীকৃষ্ণ বলেন, “যে ব্যক্তি নিজের কর্তব্য পরিপূর্ণভাবে পালন করে, কিন্তু ফলাফলের প্রতি আসক্ত নয়, সে সত্যিকারের যোগী।” এটি জীবনে আত্মসংযম ও মানসিক স্থিতিশীলতার পথ প্রদর্শন করে। পর্ব ৩ তে আরও বলা হয়েছে যে, ব্যক্তি যদি নিজের কর্মকে অন্যের কল্যাণের জন্য করে , তাহলে তা সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ স্থাপন করে। এটি মানুষের নৈতিক দায়িত্ববোধ ও সমাজসেবার মানসিকতা গড়ে তোলে। এই পর্বে অর্জুন শিখেছেন, কেবল কর্মই জীবনের লক্ষ্য নয়, বরং কর্মের প্রতি মনোভাব ও দৃষ্টিভঙ্গি জীবনের সঠিক পথ নির্ধারণ করে। ✍️ নিতাই বাবু 🏆 পুরস্কারপ্রাপ্ত নাগরিক সাংবাদিক – ২০১৭ 🏆 ব্লগ ডট বিডিনিউজ টুয়েন্টিফোর –...