পোস্টগুলি

সাহিত্য_কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ব্যঞ্জনবর্ণের কথপোকথন

ছবি
  ব্যঞ্জনবর্ণের কথপোকথন ✨ ব্যঞ্জনবর্ণের কথপোকথন ✨ ক: বলে কী যে করি, সহ্য হয় না স্বরবর্ণের বাড়াবাড়ি, আমি থাকি শ্রীকৃষ্ণের বাড়ি, মা কালীরও সাধন করি। খ: বলে খ্যান্ত কর তোর জারিজুরি, প্রশংসার ফুলঝুরি, আমি থাকি খোদার বাড়ি, আমার সাথে এত বাহাদুরি? গ: বলে শোন রে গাধা, গাড়ি ছাড়া তোদের গন্তব্যে বাধা, আমি থাকি গাড়িতে সদা, সেই গাড়িতে চড়ে কৃষ্ণের রাধা। ঘ: বলে গ তুই বড় গাধা, গাড়িতে দেখিস না ঘোড়া বাঁধা, আমার ঘোড়ার রং সাদা, সেই গাড়িতেই রাধা চলে সদা। ঙ: বলে কই যাই আমি, বলে দাও আমার অন্তরজামি, কৃষকের লাঙলে আমি, সেই লাঙল টেনে মরিও আমি। চ: বলে চেয়ে চেয়ে দেখি আমি, সবুজের এই লীলাভূমি, ফসলভরা যত জমি, চাষাবাদে হয় জানি আমি তুমি। ছ: বলে আর রক্ষা নাই, দেশ ছেড়ে কোন দেশে যাই, ঘরবাড়ি পুড়েও হয় ছাই, এই কথা কি কারো মনে নাই? জ: বলে এর আর কথা নাই, জীবনটা যেন হলো ছাই, জান ছাড়া যে কারোর রক্ষা নাই, সেই কথা স্মরণ নাই! ঝ: বলে আমি হলাম ঝড়-তুফান, প্রলয় করি এই জাহান, ঝাড়ুর বাড়ি দিব রে শয়তান, আমার ভয়ে কাঁপে দালান। ঞ: বলে শুনেছ ঝ’র বয়ান! ঝ নাকি বড় ক্ষমতাবান? মিঞা ভুইঞা যত পালোয়ান, সবার...