মানুষ কেন সময় সময় অমানুষ হয়ে যায়? – নৈতিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ

মানুষ কেন সময় সময় অমানুষ হয়ে যায়? মানুষ হলো জীবনের সর্বোচ্চ সৃষ্টির একটি চমকপ্রদ রূপ। তবুও আমরা প্রায় সময় দেখি মানুষ কখনো কখনো অমানবিক আচরণ করে। এটি কি শুধুমাত্র অনৈতিকতা, নাকি মানব প্রকৃতির এক গভীর বাস্তবতা? আসুন ধাপে ধাপে বিষয়টি বিশ্লেষণ করি। ১. আত্মতৃপ্তি ও লোভ মানুষ প্রায়ই নিজের স্বার্থ, লোভ বা ক্ষমতার জন্য এমন কাজ করে যা অন্যের জন্য ক্ষতিকর। ধন, ক্ষমতা বা প্রভাব অর্জনের জন্য অনেকেই নৈতিকতার সীমা অতিক্রম করে। উদাহরণস্বরূপ, কেউ ক্ষমতার জন্য অসৎ পথে অর্থ হাতিয়ে নেয় বা অন্যকে হেয় করার চেষ্টা করে। ২. ভয় ও নিরাপত্তার আকাঙ্ক্ষা কেউ কখনো কখনো ভয় থেকে অমানুষিক কাজ করে। নিজের নিরাপত্তা, সামাজিক মর্যাদা, বা জীবনের ঝুঁকি এড়িয়ে যেতে গিয়ে মানুষ অন্যের প্রতি নিষ্ঠুর হয়ে উঠতে পারে। কিছু মানুষ অন্যকে ঠকিয়ে বা অবহেলা করে “সুরক্ষিত” থাকতে চায়। ৩. সমাজ ও পরিবেশের প্রভাব মানুষ যে সমাজে জন্মায়, সেই সমাজের পরিবেশ তার আচরণে গভীর প্রভাব ফেলে। সামাজিক অনিয়ম, বৈষম্য এবং অন্যায়ের দৃশ্যাবলী মানুষকে করুণ বা নিষ্ঠুর করতে পারে। অন্যরা যখন অবাধে অন্যায় করে, তখন অনেকেই সেটাকে স্বাভাবিক...