শ্রীমদ্ভগবদ্গীতায় আধ্যাত্মিক শান্তি ও আত্মোন্নয়ন — পর্ব-২১

শ্রীমদ্ভগবদ্গীতায় আধ্যাত্মিক শান্তি ও আত্মোন্নয়ন — পর্ব-২১ | নিতাই বাবু শ্রীমদ্ভগবদ্গীতায় আধ্যাত্মিক শান্তি ও আত্মোন্নয়ন — পর্ব-২১ শ্রীমদ্ভগবদ্গীতা মানুষের জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসেবে আধ্যাত্মিক শান্তি ও আত্মোন্নয়ন -এর কথা বলে। এই অধ্যায়ে আমরা দেখব কীভাবে ভগবান শ্রীকৃষ্ণের বাণী আধুনিক মানুষকে অভ্যন্তরীণ শান্তি, মানসিক স্থিরতা এবং নৈতিক উন্নতির পথে পরিচালিত করতে পারে। ✨ আধ্যাত্মিক শান্তির মূল দিক নিরাসক্তি: ফলের প্রতি আসক্তি না রেখে কর্তব্যপালন করা। ধ্যান: মনের ভেতরে ভগবানের স্মরণে স্থির হয়ে থাকা। সমতা: সুখ-দুঃখ, জয়-পরাজয়ে সমভাবে থাকা। 🌱 আত্মোন্নয়নের পথ জ্ঞানচর্চা: জীবনের প্রকৃত অর্থ বুঝতে শাস্ত্র অধ্যয়ন। কর্মযোগ: নিঃস্বার্থভাবে সমাজ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। ভক্তি: হৃদয়ে ঈশ্বরের প্রতি প্রেম ও বিশ্বাস গড়ে তোলা। 💡 আধুনিক জীবনে প্রয়োগ আজকের ব্যস্ত, প্রতিযোগিতামূলক জীবনে মানুষের মধ্যে চাপ, দুশ্চিন্তা ও অসন্তোষ বেড়েই চলছে। এ অবস্থায় গীতার শিক্ষা মানুষকে অন্তরের শান্তি , নৈতিক দৃঢ়তা এবং আধ্যাত্মিক উন্নতি র পথে পরিচা...