পোস্টগুলি

ধনী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দুইদিনের দুনিয়ায়

ছবি
দু'দিনের দুনিয়াদারি, দেখলাম কতো বাহাদুরি  কেউ দেয় হামাগুড়ি, কেউ করে আহাজারি  কারোর ভাঙা ঘর, কারোর বিশাল বাড়ি কেউ থাকে না খেয়ে, কেউ কিনে গাড়ি।  কেউ করে হাড়ভাঙা পরিশ্রম, কেউ থাকে ধান্দায় কেউ থাকে রাজপ্রাসাদে, কেউ ভাসে বন্যায়  কেউ দেখায় ক্ষমতা, কেউ ভাঙে কান্নায়  চলছে দু'দিনের দুনিয়াতে সকাল সন্ধ্যায়।  প্রিয় পাঠক, কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক  লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন।  নিতাই বাবু, নাগরিক সাংবাদিক ও ব্লগার, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সোনেলা ব্লগ ও শব্দনীড় ব্লগ। ০৭/০৫/২০২৩ইং।