আদমজী জুট মিলস এর ইতিকথা ও বর্তমান আদমজী ইপিজেড
আদমজী জুট মিলস বা আদমজী পাটকল। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী আর আদমজী জুট বা আদমজী পাট-কলের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কোনও একসময় শীতলক্ষ্যা নদীর স্বচ্ছ পানির যেমন সুনাম ছিল, আদমজী জুট মিলস বা আদমজী পাট-কলের তার চেয়েও বেশি সুনাম ছিল। কোনও একসময় এই শীতলক্ষ্যার স্বচ্ছ পানি ঔষধ তৈরির কাজে ব্যবহৃত হতো। আর আদমজী জুট মিলে তৈরি বিভিন্নরকম পাটজাত দ্রব্য রপ্তানি হতো সারা দুনিয়ায়।এটি ছিল এশিয়া মহাদেশের সর্ববৃহৎ জুট মিলস বা পাটকল। এই আদমজী জুট মিলস একসময় নারায়ণগঞ্জকে এনে দিয়েছিল প্রাচ্যের ডান্ডি উপাধি। আদমজী জুট মিলে ছিল প্রায় একলক্ষ লোকের কর্মসংস্থান। আদমজী জুটমিলে কর্মরত শ্রমিক ছিলো পাকিস্তানি অনেক মাড়োয়ারি। পাকিস্তানি মাড়োয়ারিদের পাশাপাশি বাঙালি শ্রমিকও ছিলো প্রায়ই সমানে-সমান। এসব মাড়োয়ারি শ্রমিকরা মিল অভ্যন্তরে সপরিবারে বসবাস করতো। স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমানে অনেকেই তাদের পাকিস্তানি শরণার্থী বলে। বর্তমানে আদমজী জুট মিলস অভ্যন্তরে যেই জায়গায় মাড়োয়ারি শ্রমিকরা বসবাস করে, সেই জায়গার নাম শিমুলপাড়া বিহারি ক্যাম্প। আদমজী জুট মিলস প...