পোস্টগুলি

ঈদ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

খেটে খাওয়া মানুষ

ছবি
খেটে খাওয়া উনি মজুরি তার খুবই অল্প  যায় পায় তা-ই খায় আয় বলতে স্বল্প! সারাদিনের মজুরি তার মাত্র পাঁচশো টাকা, চারজনের সংসার চালাতে পকেট হয় ফাঁকা। নুন আনতে ফুরায় পান্তা লাগে না তরকারি  লাগে শুধু চাল-ডাল আর অল্পকিছু দরকারি দরকার হয় কাপড়চোপড় ঔষধ লবণ কেরোসিন  ময়-মশলার নেই দরকার মাংস হয় না কোনোদিন। তবুও যে মন চায় খেতে মাছ পশুর মাংস  একদিন মাংস খেলেই তার অর্থনীতি ধ্বংস! এক কেজি পশুর মাংস তার দুইদিনের কামাই  তাই মাংস দেখে গিলে ঢোঁক কেনার সাধ্য নাই। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি গতি বাড়ে প্রতিদিন এবারের ঈদ ক্যামনে হবে ভাবে বসে রাতদিন। ঘনিয়ে এলো ঈদ-উল-ফিতর বাকি কিছুদিন   ছেঁড়া জামা লুঙ্গি পরেই ঘুরবে এবার ঈদের দিন। প্রিয় পাঠক , কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক  লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন।   নিতাই বাবু : নাগরিক সাংবাদিক ও ব্লগার, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সোনেলা ব্লগ  ও  শব্দনীড় ব্লগ  ০৫/০৫/২০২৩ইং।

প্রতিবছর ঈদ কেন ১১দিন আগে হয়?

ছবি
আচ্ছা, প্রতিটি ঈদ কেন প্রতিবছর ১০-১১ দিন আগে হয়? যেমন: গত হয়ে যাওয়া ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হয়েছিল ১৪ই মে ২০২১ইং। একবছর পরপর যদি ঈদ হয়, তা হলে তো এ বছর ১৪ ই মে অথবা মে মাসের ১৫ তারিখ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার কথা। তা-ই নয় কি? কিন্তু সেটা না হয়ে এবার কেন ২-৩ মার্চ ২০২২ ইং ঈদ-উল- ফিতর অনুষ্ঠিত হচ্ছে। এটা একটু ভাবার বিষয় নয় কি? তবে হ্যাঁ, এবিষয়ে ভাবনা-চিন্তার কিছুই নেই! কারণ, এখানে সবকিছুই চাঁদের হিসাবে অর্থাৎ চান্দ্র মাসের হিসাবেই হচ্ছে। তাই প্রতিবছর গত বছরের ১০-১১ দিন আগেই পবিত্র মাহে রমজান-সহ ঈদুল ফিতর অথবা ঈদ-উল-আযহা অনুষ্ঠিত হচ্ছে। কোনো-কোনো বছর মাহে রমজান শীতকালে আরম্ভ হয়। আবার কোনও বছর প্রচন্ড রোদে ঝড়-বৃষ্টি আর বান-তুফানেও মাহে রমজান আরম্ভ হয়ে থাকে। কিন্তু ইংরেজি অথবা বাংলা সনের কোনও নির্দিষ্ট সময়ে হচ্ছে না। এর কারণ শুধু একটাই। আর তা হলো চন্দ্র মাসের হিসাব। আমরা জানি ইংরেজি ৩৬৫ দিনে একবছর। আবার কোনো-কোনো বছর ৩৬৬ দিনেও হয়ে থাকে। আর তা হয় প্রতি চার বছর পরপর। আরও সহজভাবে বললে বলতে হয়, যেকোনো ইংরেজি সালকে অর্থাৎ  ২০২০ সালকে ৪ দিয়ে ভাগ করলে যদি ভাগফল অবশিষ্ট কোনও স...