পোস্টগুলি

মে ৫, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কলাপাতা বাঁশের কঞ্চি

ছবি
আগে লিখতাম কলা পাতায় কলম বাঁশের কঞ্চি, তারপর লিখতাম স্লেটে মোরা পেন্সিল এক ইঞ্চি। তারপর লিখতে কলম লাগতো কাগজ থাকতো সাথে, কালির দোয়াত থাকতেই হতো নাহয় হতোনা কোনমতে। এখন লিখতে লাগেনা কলম নামগন্ধ নেই কাগজের, লাগে শুধু মোবাইলে কীবোর্ড বুদ্ধি লাগে মগজের। প্রিয় পাঠক, কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন। নিতাই বাবু : নাগরিক সাংবাদিক ও ব্লগার, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সোনেলা ব্লগ  ও  শব্দনীড় ব্লগ।  ০৫/০৫/২০২৩ ইং।

অতীত বর্তমান

ছবি
আগে লিখতাম কলা পাতায় কলম বাঁশের কঞ্চি, তারপর লিখতাম স্লেটে মোরা  পেন্সিল এক ইঞ্চি। তারপর লিখতে কলম লাগতো কাগজ থাকতো সাথে, কালির দোয়াত থাকতেই হতো নাহয় হতোনা কোনমতে। এখন লিখতে লাগেনা কলম নামগন্ধ নেই কাগজের, লাগে শুধু মোবাইলে কীবোর্ড  বুদ্ধি লাগে মগজের। প্রিয় পাঠক , কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক  লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন।  নিতাই বাবু : নাগরিক সাংবাদিক ও ব্লগার, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সোনেলা ব্লগ ও  শব্দনীড় ব্লগ । ০৪/০৫/২০২৩ইং।

বৈশাখ আসে বৈশাখ যায়

ছবি
কতো বৈশাখ আসে কতো বৈশাখ যে যায়, পহেলা বৈশাখে ধনীরা ভালো খাবার খায়। জানেন, পহেলা বৈশাখে গরিবরা কী খায়? বারোমাস যা খায়, তা-ই খেয়ে বৈশাখ কাটায়! যাদের আছে প্রচুর তারা খায় পান্তা-ইলিশ, মোদের মতো গরিবেরা খায় পান্তা-মরিচ। অনেকেই খায় কোরমা পোলাও মাছ মাংস, আর এই দুর্মূল্যের বাজারে গরিবরা হচ্ছে ধ্বংস! বৈশাখের কতো আয়োজন নাচ-গানে ভরপুর, গরিবের বারোমাসই দুঃখ অভাব হয়না তো দূর! বৈশাখে ধনীর দুলাল পরে নতুন জামা-কাপড়, গরিবের নতুন একটা জামা মানে মরণকামড়! তবুও গরিবদের প্রার্থনা বৈশাখ আসুক বারবার, হয়তো আগামী বৈশাখে ভালো কিছু হবে তার। এবার নাহয় বৈশাখে অনন্দ-উল্লাস করুক ধনীরা, পরের বৈশাখে গরিবেরা আনন্দে হবে দিশেহারা।  প্রিয় পাঠক , কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক  লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন।   নিতাই বাবু , নাগরিক সাংবাদিক ও ব্লগার, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সোনেলা ব্লগ  ও  শব্দনীড় ব্লগ ।  ০৫/০৫/২০২৩ইং।

খেটে খাওয়া মানুষ

ছবি
খেটে খাওয়া উনি মজুরি তার খুবই অল্প  যায় পায় তা-ই খায় আয় বলতে স্বল্প! সারাদিনের মজুরি তার মাত্র পাঁচশো টাকা, চারজনের সংসার চালাতে পকেট হয় ফাঁকা। নুন আনতে ফুরায় পান্তা লাগে না তরকারি  লাগে শুধু চাল-ডাল আর অল্পকিছু দরকারি দরকার হয় কাপড়চোপড় ঔষধ লবণ কেরোসিন  ময়-মশলার নেই দরকার মাংস হয় না কোনোদিন। তবুও যে মন চায় খেতে মাছ পশুর মাংস  একদিন মাংস খেলেই তার অর্থনীতি ধ্বংস! এক কেজি পশুর মাংস তার দুইদিনের কামাই  তাই মাংস দেখে গিলে ঢোঁক কেনার সাধ্য নাই। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি গতি বাড়ে প্রতিদিন এবারের ঈদ ক্যামনে হবে ভাবে বসে রাতদিন। ঘনিয়ে এলো ঈদ-উল-ফিতর বাকি কিছুদিন   ছেঁড়া জামা লুঙ্গি পরেই ঘুরবে এবার ঈদের দিন। প্রিয় পাঠক , কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক  লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন।   নিতাই বাবু : নাগরিক সাংবাদিক ও ব্লগার, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সোনেলা ব্লগ  ও  শব্দনীড় ব্লগ  ০৫/০৫/২০২৩ইং।

আসলে ভবে যেতে হবে

ছবি
আসলে ভবে যেতে হবে থাকেনা কেউ ভবে, আমারও একদিন যেতে হবে যেদিন সময় হবে। গায়ের চামড়ায় ভাজ পড়েছে চোখে দেখি কম, এই বুঝি হচ্ছে মরণ পিছু ধরছে যম। দেহের শক্তি মনের বল কার থাকে কতক্ষণ, স্বার্থের টানে এসব ভুলে গড়ছে সম্পদ সর্বক্ষণ। কার সম্পদ কোথায় থাকবে মৃত্যুর পরে অজানা, নিশ্বাস যেদিন হবে বন্ধ শ্মশান গোরস্থানই ঠিকানা। প্রিয় পাঠক , কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন। নিতাই বাবু , নাগরিক সাংবাদিক ও ব্লগার, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সোনেলা ব্লগ  ও  শব্দনীড় ব্লগ  । ০৫/০৫/২০২৩ইং।

নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষার কিছু শব্দ

ছবি
বাংলাদেশের ৮টি বিভাগ রয়েছে। ৮টি বিভাগে রয়েছে ৬৮ হাজার গ্রাম। এই ৬৮ গ্রামের মানুষ কিন্তু শুদ্ধ বাংলা ভাষায় কথা বলে না। শুদ্ধ বাংলা ভাষা যে বলতে পারে না, তা কিন্তু নয়। অনেকেই শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারে। তারপরও যে যেই অঞ্চলের, সে সেই অঞ্চলের আঞ্চলিক ভাষাতেই কথা বলতে বেশি পছন্দ করে। কারণ মাটির টার আর মাতৃত্বের টান তো সবারই থাকে। যেমন; যাদের জন্ম চট্টগ্রাম, তারা চট্টগ্রামের আঞ্চলিক ভাষাতেই কথা বলতে পছন্দ করে। এমনই নোয়াখালীর মানুষ নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে। বরিশাল অঞ্চলের মানুষ বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে। বর্তমানে আমি নারায়ণগঞ্জের মানুষ। তাই আমি নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলতে পছন্দ করি।  তো আমি বাংলাদেশের গুটিকয়েক অঞ্চলের আঞ্চলিক ভাষা কিছু জানি এবং কথাও বলতে পারি। অন্য অঞ্চলের আঞ্চলিক ভাষা জানলেও, আমি অন্য অঞ্চলের ভাষা নিয়ে কিছু লিখছি না। আমি নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষার কিছু শব্দের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিতে চাই। তো আসুন, দেরি না করে শুরু করা যাক! সংখ্যা শুদ্ধ শব্দ  আঞ্চলিক শব্দ  ১ নারায়ণগঞ্জ  নানগঞ্জ ৩ এখানে এনো ৪ এদিক  এন্দা ৫ ওইদিক...

মাননীয়া শিক্ষামন্ত্রী ভর্তি বাণিজ্য রোধ করুন

ছবি
     ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ, লেখা নিজের।  মাননীয়া শিক্ষামন্ত্রী, আমার হাতেখড়ি একটুকরো কলাপাতা আর বাঁশের কঞ্চির কলমে। লেখাপড়াও শুরু হয়েছিল ১৯৬৮ সালে। তৃতীয় শ্রেণিতে থাকতেই ১৯৭১ এ শুরু হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম। স্কুলে প্রথম ভর্তি হয়েছি নামমাত্র ভর্তি ফি দিয়ে। তখন এই বঙ্গদেশে এক টাকার যেই মূল্য ছিল, বর্তমানে ১০০০ টাকারও সেই মূল্য নেই। বাল্যশিক্ষা একখানা বই নিয়ে স্কুলে যেতাম। তখনকার সময়ে এই বঙ্গদেশে যতো মাথাওয়ালা জ্ঞানীগুণীজন ছিল তারা সবাই আমার মতন এই বাল্যশিক্ষা বই পড়েই জ্ঞানীগুণী হয়েছিল। আমার মনেহয় এই বাল্যশিক্ষা বইখানা ছিলো রামসুন্দর বসাক প্রণীত বাল্যশিক্ষা। তখনকার সময়ে সব বাঙালিদের বাড়িতে শিশুদের পড়ার জন্য এই বাল্যশিক্ষা বইখানা থাকতই। এরপর স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণ শিক্ষার জন্য নতুন রূপে প্রকাশ হয় সীতানাথ বসাকের আদর্শলিপি বইখানা।     রামসুন্দর বসাক প্রণীত 'বাল্যশিক্ষা'। বইয়ের ছবি           ইন্টারনেট থেকে সংগ্রহ করা। সবারই হয়তো মনে আছে, আগেকার সময়ের স্কুল জীবনের কথা। তখনকার সময়ে ক্লাস ওয়ানে একবার ভর্...