পোস্টগুলি

মূল্যবোধ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

হিন্দু বিয়েতে সাত পাক ঘোরার মাহাত্ম্য

ছবি
                    ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ। বিবাহের মূল মন্ত্র যা স্বামী-স্ত্রীরা প্রতিজ্ঞা করে থাকে: “যদেতৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব।।” — অর্থাৎ: তোমার এই হৃদয় আমার হোক, আমার এই হৃদয় তোমার হোক। --- সাত পাক ঘোরার মাহাত্ম্য: হিন্দু বিয়েতে সাত পাক ঘোরার সময়ে অনেক মন্ত্র পড়া হয়। বর-কনে পুরোহিত মহাশয়ের বলে দেওয়া মন্ত্র অনেক সময়েই না বুঝেই বলতে থাকেন। কিন্তু প্রতিটি মন্ত্রের একটি করে অর্থ রয়েছে, যা বিয়ের পরের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক সাত পাকের মাহাত্ম্য! --- প্রথম প্রতিশ্রুতি: পবিত্র অগ্নির সামনে দাঁড়িয়ে বর কনেকে কথা দেন যে, বিয়ের দিন থেকে কনের ভরণ-পোষণের দায়িত্ব তাঁর। অগ্নি এবং অন্যান্য দেবদেবীর আশীর্বাদে যাতে কোনওদিনই নবদম্পতির অন্ন-বস্ত্রের অভাব না হয়, সেই দায়িত্ব বর নেন। উত্তরে কনে প্রতিজ্ঞা করেন যে, সংসারের সুখের জন্য খুঁটিনাটি বিষয়ও তিনি নজরে রাখবেন। অর্থাৎ প্রথমে বর তাঁর স্ত্রী ও ভবিষ্যতের সন্তানদের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেন। বিনিময়ে কনেও ...