শিব পুরাণ কী? এতে কী আছে ও এর গুরুত্ব | ব্যাখ্যা সহ বর্ণনা

শিব পুরাণ কী? | ব্যাখ্যা সহ বর্ণনা 🕉️ শিব পুরাণ কী? শিব পুরাণ হিন্দু ধর্মের আঠারোটি মহাপুরাণের একটি। এটি মূলত ভগবান শিবকে কেন্দ্র করে রচিত। পুরাণ মানে প্রাচীন কাহিনি বা শাস্ত্র, আর এই গ্রন্থে শিবের মহিমা, বিভিন্ন লীলাকাহিনি, দর্শন ও ভক্তিমূলক শিক্ষা লিপিবদ্ধ আছে। শাস্ত্র মতে, মহর্ষি বেদব্যাস ই এই পুরাণ সংকলন করেন। ধারণা করা হয়, শিব পুরাণের প্রাচীনতম অংশ গুপ্তযুগে সংকলিত হয় এবং পরে ধীরে ধীরে বিস্তৃত ও সংশোধিত হয়েছে। 📖 শিব পুরাণে কী কী আছে? শিব পুরাণ মোট সাতটি সংহিতা বা ভাগে বিভক্ত। সেগুলো হলো— ১. বিদ্যেশ্বর সংহিতা সৃষ্টিতত্ত্ব শিবলিঙ্গের মাহাত্ম্য শিবপূজার নিয়ম ও ভক্তির শিক্ষা ২. রুদ্র সংহিতা শিবের লীলাকাহিনি পার্বতীর জন্ম ও বিবাহ কামদেবের দহন কার্তিকেয় ও গণেশের জন্ম ৩. শতরুদ্র সংহিতা রুদ্রের বিভিন্ন রূপ দেব-দানব সংঘর্ষ শিবস্তব ও স্তোত্র ৪. কোটি রুদ্র সংহিতা ব্রহ্মাণ্ডতত্ত্ব যোগপথ মুক্তি লাভের উপায় ৫. উমা সংহিতা দেবী উমার মাহাত্ম্য তার তপস্যা ও বিবাহ মাতৃত্ব ও দেবপুত্রের কাহিনি ৬. কৈলা...