পোস্টগুলি

আগস্ট ২৫, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বাবা লোকনাথ ব্রহ্মচারী — জীবন, সাধনা ও উত্তরাধিকার

ছবি
✨ বাবা লোকনাথ ব্রহ্মচারী — পরিচয় ও আধ্যাত্মিক সাধনা বাবা লোকনাথ ব্রহ্মচারী (১৭৩০–১৮৯০) ছিলেন এক অনন্য সাধক। সারাজীবন ভক্তি, ধ্যান ও তপস্যায় নিবেদিত; তাই তিনি পরিচিত “লোকের নাথ” বা সবার ত্রাণকর্তা হিসেবে। 🙏 আরাধনা লোকনাথ ঠাকুর প্রধানত শ্রীশ্রী নারায়ণ ও শিব -এর ভক্ত হলেও সাধনা সীমাবদ্ধ ছিল না। শৈব, বৈষ্ণব ও শাক্ত—সব ধারায় সমন্বয় করেছেন। 👦 বাল্যবন্ধু শৈশবে সখা বেণীমাধব -কে নিয়ে গৃহত্যাগ করেন। গুরু শ্রী ভবানী গিরি -র শিষ্যত্বে সাধনার ভিত রচনা হয়। 🌍 তপস্যাযাত্রা ৫০ বছরেরও বেশি সময় ধরে হিমালয় থেকে তিব্বত, আফগানিস্তান, ইরান, মিশর ও ইউরোপ পর্যন্ত ভ্রমণ ও তপস্যা করেছেন। 🌺 কালীসাধনা তিনি মা কালী -কে করুণাময়ী মাতৃশক্তি হিসেবে দেখেছেন। লোকবিশ্বাসে তাঁকে কালীসাধনার নব আবিষ্কারক বলা হয়। 🏡 বারদীর জীবন নারায়ণগঞ্জের বারদীতে আশ্রম গড়ে তোলেন। অসংখ্য ভক্তকে উপদেশ দেন, অনেকে তাঁর কৃপায় রোগমুক্...