পোস্টগুলি

সম্পদ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পাঁচ বালতি জমি

ছবি
পাঁচ বালতি জমি আমার পরের বাড়ি থাকি, জমিতে করেছি ফুলের চাষ ধান থাকলো বাকি। আস্তেধীরে চাষ করবো সব আলু পটল বেগুন, এসবের নাকি ফলন ভালো  দামেও চড়া দ্বিগুণ। পাঁচ বালতি জমিতে আমার তুলসী দেখায় শোভা,  তুলসী লাগে দেব পূজায়  ফুলও লাগে জবা। একটা গাছে ফুটেছে রক্তজবা  আর একটায় কামিনী,  তা দেখে সবাই খুশি  খুশি মোর অর্ধাঙ্গিনী। প্রিয় পাঠক, লেখা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক  লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন।  নিতাই বাবু, নাগরিক সাংবাদিক ও ব্লগার, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সোনেলা ব্লগ ও শব্দনীড় ব্লগ। ০৯/০৫/২০২৩ইং।