দুঃখ আমার চিরসাথী হাসি আমার জীবনসঙ্গী
দুঃখ আমার চিরসাথী, হাসি আমার জীবনসঙ্গী! জন্ম থেকেই দুখী আমি। তাই দুঃখকে খুবই ভালোবেসে ফেলেছি। দুঃখও আমাকে ভালোবাসে। আমি যেমন দুঃখ ছাড়া চলতেই পারি না, দুঃখও আমাকে ছাড়া থাকতে পারে না। দুঃখটাকে ভুলে থাকার জন্য আমি অনেকবার অনেক চেষ্টা করেছি। কিন্তু দুঃখকে ভুলতে পারিনি। একবার দুঃখকে প্রিয় জন্মভূমিতে রেখে ভারত গিয়েছিলাম। মনে করেছিলাম, দুঃখ আর আমার নাগাড় পাবে না। আমি সুখ নিয়ে মহা সুখে থাকবো। কিন্তু না, জন্মভূমির দুঃখ সাথে না গেলেও, আমি ভারতে পা রাখার পরপর ভারতের দুঃখ আমাকে আশ্রয় করে ফেললো। সুখের আশায় ভারত গেলে আর কী হবে, ঐ দেশের সুখ আমার জীবনে খাপ খাওয়াতে পারিনি। অবশেষে যে-ক'দিন ভারতে ছিলাম, ভারতের দুঃখকে সাথী করেই ছিলাম। অবশেষে ভারত থেকে দেশের মাটিতে পা রেখেই আবার নিজ দেশের দুঃখকে সাথী করে নিলাম। তারপরও জীবন চলার মাঝে যখন এই পৃথিবীর আলোকিত মানুষগুলো দেখি! তাদের সুখও দেখি! তখন ইচ্ছে হয় নিজেও একবার জীবনটাকে আলোকিত করতে। কিন্তু জীবনটাকে আলোকিত করার জন্য এতো আলো কোথায় পাই? এ নিয়ে নিজে নিজেই ভাবি! ভাবতে ভাবতে আলোর দেবতা সূর্যদেবের কথা মনে প...