পোস্টগুলি

প্রতীকী_ব্যাখ্যা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

হিন্দুধর্মে দেবতাদের বিয়ে ও সংসার — প্রতীকী না বাস্তব?

ছবি
  হিন্দুধর্মে দেবতাদের বিয়ে ও সংসার প্রসঙ্গ | নিতাই বাবু 💫 হিন্দুধর্মে দেবতাদের বিয়ে ও সংসার প্রসঙ্গ হিন্দুধর্মে দেব-দেবীদের কাহিনি মূলত পুরাণ ও শাস্ত্রে বর্ণিত। সেখানে দেবতাদের মানবীয় রূপ, চরিত্র, আবেগ, এমনকি বিয়ে ও সংসার করার বিষয়ও পাওয়া যায়। যেমন— মহাদেবের পত্নী দুর্গা/পার্বতী , নারায়ণের পত্নী লক্ষ্মী , আবার ব্রহ্মার পত্নী সরস্বতী । 📖 প্রতীকী ব্যাখ্যা দেবতাদের বিয়ে-সংসারকে আক্ষরিক অর্থে না দেখে প্রতীকী অর্থে বুঝতে হয়। হিন্দু দর্শনে প্রতিটি দেবতা কোনো মহাজাগতিক শক্তির প্রতিরূপ , আর তাদের পত্নী অন্য এক শক্তির প্রতীক। যেমন— শিব = সংহার ও তপস্যার প্রতীক, পার্বতী = শক্তি ও মাতৃত্বের প্রতীক। বিষ্ণু = সংরক্ষণের প্রতীক, লক্ষ্মী = সম্পদ ও সমৃদ্ধির প্রতীক। ব্রহ্মা = সৃষ্টির প্রতীক, সরস্বতী = জ্ঞান ও বিদ্যার প্রতীক। অর্থাৎ দেবতা-পত্নী সম্পর্ক আসলে পুরুষ ও প্রকৃতির মিলন , যা সৃষ্টি, পালন ও সংহার চক্রকে প্রতীকীভাবে বোঝায়। 👪 কেন সংসাররূপে কল্পনা? মানুষ দেবতাদের নিজের মতো করেই কল্পনা কর...