পোস্টগুলি

ব্লগপোস্ট লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মানুষ কেন পরকালের চিন্তায় বিভোর হয় এবং জীবনের করণীয়

ছবি
  মানুষ কেন পরকালের চিন্তায় বিভোর হয় এবং জীবনের করণীয় | নিতাই বাবু মানুষ কেন পরকালের চিন্তায় বিভোর হয়? মানুষের মন প্রাকৃতিকভাবে ভবিষ্যৎ ও অজানা বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকে। মৃত্যুর পর কি হবে, সেই পরকাল বা পরলোকের ধরণ কেমন হবে—এসব প্রশ্ন মানুষকে অনবরত ভাবায়। পরকালের চিন্তার কারণ অজ্ঞতার কারণে ভয়: মানুষ জানে না মৃত্যু বা পরকাল কেমন। অজানা বিষয়ে ভয় প্রাকৃতিক। তাই কেউ ভুল করলে বা অপরাধ করলে মুক্তির জন্য মানুষ পরকালের চিন্তায় ব্যস্ত থাকে। সংস্কৃতি ও ধর্মীয় শিক্ষা: হিন্দু ধর্মে স্বর্গ–নরক, ইসলাম ধর্মে জান্নাত–জাহান্নাম—এমন শিক্ষা মানুষকে পরকালের প্রতি সচেতন করে। নিজের অপরাধ বা অনৈতিকতা: কেউ অন্যায় করলে, প্রতারণা বা অবিচার করলে ভয়ে বা দোষমুক্তির আশায় পরকাল নিয়ে ভাবতে শুরু করে। প্রাণের অস্থিরতা ও আত্মবোধ: জীবন ক্ষণস্থায়ী, মৃত্যু নিশ্চিত—এটি মানুষকে গভীর চিন্তায় ফেলে। কিন্তু অনেকে এই চিন্তা জীবনের কার্যকরী করণীয় বা নৈতিক আচরণে নিয়ে যায় না। কেন মানুষ জীবনের করণীয় ভাবেনা? অনেক মানুষ জীবনের বর্তমান সময় ও নৈতিক দায়িত্ব ভুলে গিয়ে ভবিষ্যতের অনিশ্চিত বিষয় ব...