পোস্টগুলি

করোনাকাল লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কান্নার প্রতিযোগিতা

ছবি
করোনা কালে চলছে কান্নার প্রতিযোগিতা, কান্নার চাপে হারিয়ে গেছে সহমর্মিতা কাঁদছে কবিদের লেখা কবিতা কাঁদছে বিশ্বের মানবিকতা পর্যটনে নীরব নিস্তব্ধতা  কান্নার প্রতিযোগিতা। কান্নার প্রতিযোগিতায়, কাঁদে স্বজন হারানোর বেদনায় কেউ কাঁদে ভুগে ঘাতক করোনায় কেউ কাঁদে দ্বারে-দ্বারে ক্ষুধার জ্বালায় কাউ কাঁদে রাস্তায় সন্তানের অবহেলায় কেউ কেউ নীরবে কাঁদে ধুঁকে ধুঁকে লজ্জায়। কাঁদছে কেউ নিজের আখের গোছানোর ধান্দায়, টাকার পাহাড় গড়তে কাঁদছে বসে অট্টালিকায় জনপ্রতিনিধিরা চোখ মুছে চালের বস্তায় কেউ কাঁদার অভিনয়ে পরকে ঠকায় অসাধু ব্যক্তিরা সুযোগে কাঁদায় কন্নার প্রতিযোগিতায়। কান্নার প্রতিযোগিতায়, কান্নায় ভেঙে পড়ছে নমুনা পরীক্ষায় কান্না থামছে না হাসপাতালের বারান্দায় চলছে কান্নার প্রতিযোগিতা জায়গায় জায়গায়  কেউ কাঁদে সুখে, কেউ কাঁদে দুখে, কেউ কাঁদে ধান্দায়  প্রতিদিন নতুন করে যোগ হচ্ছে কান্নার প্রতিযোগিতায়। প্রিয় পাঠক , কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক  লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন।   নিতাই বাবু, নাগরিক সাংবাদিক ও ব্লগার, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সোনালা ব্লগ  ও  শব্দনীড় ব্লগ। ০৬/০৫/২০২৩ইং।