পোস্টগুলি

কলম লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কলাপাতা বাঁশের কঞ্চি

ছবি
আগে লিখতাম কলা পাতায় কলম বাঁশের কঞ্চি, তারপর লিখতাম স্লেটে মোরা পেন্সিল এক ইঞ্চি। তারপর লিখতে কলম লাগতো কাগজ থাকতো সাথে, কালির দোয়াত থাকতেই হতো নাহয় হতোনা কোনমতে। এখন লিখতে লাগেনা কলম নামগন্ধ নেই কাগজের, লাগে শুধু মোবাইলে কীবোর্ড বুদ্ধি লাগে মগজের। প্রিয় পাঠক, কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন। নিতাই বাবু : নাগরিক সাংবাদিক ও ব্লগার, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সোনেলা ব্লগ  ও  শব্দনীড় ব্লগ।  ০৫/০৫/২০২৩ ইং।