পোস্টগুলি

মাজার লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

অগণিত মাজারের দেশে গড়ে ওঠা এক মাজারের গল্প

ছবি
                      এটাও একটা মাজার।    এক মাজারের দেশে এক লোক ছিল। লোকটি ছিল খুবই গরিব। লোকটির দাদার একটা গাধা ছিল। দাদার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে গাধার মালিক হলেন লোকটির বাবা।  লোকটির বাবা ওই গাধা দিয়ে হাটবাজার থেকে ব্যবসায়ীদের মালামাল বহন করে সংসারের খরচ যোগাতেন। একদিন লোকটির বাবা মৃত্যুবরণ করলেন।  সংসারে খানাওয়ালা বলতে এক মেয়ে আর স্ত্রী মিলে তিনজন। জায়গা সম্পত্তি বলতে শুধু বাড়িটা। সম্পদ বলতে বাবার রেখে যাওয়া গাধাটি ছাড়া আর কিছুই ছিল না তার।  তাই লোকটি বাপদাদার রেখে যাওয়া গাধা দিয়েই বাপদাদার মতো ব্যবসায়ীদের মালামাল বহন করে সংসার চালাতে লাগলো। এভাবে চলতে লাগলো লোকটির ছোট সংসার। আর বাপদাদার রেখে যাওয়া গাধাটিও দিনদিন বুড়ো হতে লাগলো। হঠাৎ একদিন গাধাটি মরে গেলো। গাদা মরে যাওয়ার পর পাড়া-পড়শিদের জিজ্ঞেস করলো, "মরা গাদাটাকে কী করা যায়?" পাড়াপড়শি বললো, "গাধা আর ঘোড়া মরে গেলে মাটিচাপা দিতে হয়। কারণ, মানুষ পচা গন্ধ, আর গাধা ঘোড়ার পচা গন্ধও এরকম। তাই গাধা ঘোড়া মারা গেলে অনেকেই মাটিচাপা (কবর) দিয়ে রাখে...

মোগল স্থাপত্য বিবি মরিয়ম মাজার রয়ে গেলো আড়ালে আবডালে

ছবি
        হযরত বিবি মরিয়ম মাজার। নারায়ণগঞ্জ।  একসময় নারায়ণগঞ্জের নাম ছিল বিশ্বজুড়ে। সেই প্রাচীনকাল থেকেই নারায়ণগঞ্জ সারা দুনিয়ার মানুষের কাছে সুপরিচিত। নারায়ণগঞ্জে মোগল আমলের স্থাপত্য এখনো অনেক জায়গায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আছে ঈশা খাঁর রাজধানী নামে খ্যাত সোনারগাঁও-এর পানাম নগরীর পুরানো স্থাপত্য, ঈশা খাঁর স্ত্রী সোনাবিবির মাজার, পাঁচবিবির মাজার, গিয়াস উদ্দিন আযম শাহের সমাধি, ইব্রাহীম দানিশমান্দ-এর দরগা, বন্দর উপজেলার নবীগঞ্জের কদম রসূল দরগাহ-সহ হাজীগঞ্জ কেল্লা। তারমধ্যে একটি হলো হযরত বিবি মরিয়ম সমাধিসৌধ বা হযরত বিবি মরয়ম মাজার।  হযরত বিবি মরিয়ম মাজার। কিল্লার পুল, নারায়ণগঞ্জ।   এই সমাধিসৌধটি স্থানীয় মানুষের কাছে বিবি মরিয়ম মাজার নামেই বেশি সুপরিচিত। বিবি মরিয়ম সমাধি বা মাজারটি নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকার কিল্লারপুল ঘেঁষা অবস্থিত। নারায়ণগঞ্জ টু ডেমরা-চিটাগাং রোড আসা-যাওয়ার মাঝপথেই কিল্লার পুল ও বিবি মরিয়ম মাজারটির অবস্থান। কিল্লার পুল হলো নারায়ণগঞ্জের একটা ঐতিহ্যবাহী পুল। যা হাজীগঞ্জ কেল্লার নামে নামকর...