পোস্টগুলি

গরিব লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দুইদিনের দুনিয়ায়

ছবি
দু'দিনের দুনিয়াদারি, দেখলাম কতো বাহাদুরি  কেউ দেয় হামাগুড়ি, কেউ করে আহাজারি  কারোর ভাঙা ঘর, কারোর বিশাল বাড়ি কেউ থাকে না খেয়ে, কেউ কিনে গাড়ি।  কেউ করে হাড়ভাঙা পরিশ্রম, কেউ থাকে ধান্দায় কেউ থাকে রাজপ্রাসাদে, কেউ ভাসে বন্যায়  কেউ দেখায় ক্ষমতা, কেউ ভাঙে কান্নায়  চলছে দু'দিনের দুনিয়াতে সকাল সন্ধ্যায়।  প্রিয় পাঠক, কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক  লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন।  নিতাই বাবু, নাগরিক সাংবাদিক ও ব্লগার, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সোনেলা ব্লগ ও শব্দনীড় ব্লগ। ০৭/০৫/২০২৩ইং।

বৈশাখ আসে বৈশাখ যায়

ছবি
কতো বৈশাখ আসে কতো বৈশাখ যে যায়, পহেলা বৈশাখে ধনীরা ভালো খাবার খায়। জানেন, পহেলা বৈশাখে গরিবরা কী খায়? বারোমাস যা খায়, তা-ই খেয়ে বৈশাখ কাটায়! যাদের আছে প্রচুর তারা খায় পান্তা-ইলিশ, মোদের মতো গরিবেরা খায় পান্তা-মরিচ। অনেকেই খায় কোরমা পোলাও মাছ মাংস, আর এই দুর্মূল্যের বাজারে গরিবরা হচ্ছে ধ্বংস! বৈশাখের কতো আয়োজন নাচ-গানে ভরপুর, গরিবের বারোমাসই দুঃখ অভাব হয়না তো দূর! বৈশাখে ধনীর দুলাল পরে নতুন জামা-কাপড়, গরিবের নতুন একটা জামা মানে মরণকামড়! তবুও গরিবদের প্রার্থনা বৈশাখ আসুক বারবার, হয়তো আগামী বৈশাখে ভালো কিছু হবে তার। এবার নাহয় বৈশাখে অনন্দ-উল্লাস করুক ধনীরা, পরের বৈশাখে গরিবেরা আনন্দে হবে দিশেহারা।  প্রিয় পাঠক , কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক  লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন।   নিতাই বাবু , নাগরিক সাংবাদিক ও ব্লগার, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সোনেলা ব্লগ  ও  শব্দনীড় ব্লগ ।  ০৫/০৫/২০২৩ইং।

খেটে খাওয়া মানুষ

ছবি
খেটে খাওয়া উনি মজুরি তার খুবই অল্প  যায় পায় তা-ই খায় আয় বলতে স্বল্প! সারাদিনের মজুরি তার মাত্র পাঁচশো টাকা, চারজনের সংসার চালাতে পকেট হয় ফাঁকা। নুন আনতে ফুরায় পান্তা লাগে না তরকারি  লাগে শুধু চাল-ডাল আর অল্পকিছু দরকারি দরকার হয় কাপড়চোপড় ঔষধ লবণ কেরোসিন  ময়-মশলার নেই দরকার মাংস হয় না কোনোদিন। তবুও যে মন চায় খেতে মাছ পশুর মাংস  একদিন মাংস খেলেই তার অর্থনীতি ধ্বংস! এক কেজি পশুর মাংস তার দুইদিনের কামাই  তাই মাংস দেখে গিলে ঢোঁক কেনার সাধ্য নাই। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি গতি বাড়ে প্রতিদিন এবারের ঈদ ক্যামনে হবে ভাবে বসে রাতদিন। ঘনিয়ে এলো ঈদ-উল-ফিতর বাকি কিছুদিন   ছেঁড়া জামা লুঙ্গি পরেই ঘুরবে এবার ঈদের দিন। প্রিয় পাঠক , কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক  লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন।   নিতাই বাবু : নাগরিক সাংবাদিক ও ব্লগার, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সোনেলা ব্লগ  ও  শব্দনীড় ব্লগ  ০৫/০৫/২০২৩ইং।

১৯৭৪ সালের আগেও এদেশে নীরব দুর্ভিক্ষ ছিলো

ছবি
          ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ।  এই বঙ্গদেশে দুর্ভিক্ষ বলতে কি ১৯৭৪ সালের দুর্ভিক্ষকে বোঝায়? আমি বলি না! সে-সময় তো বাংলার কিছু মানুষ ক’দিন ভাতে কাপড়ে কষ্ট করেছিল। সে-সময় তো ছিল যুদ্ধবিধ্বস্ত একটা দেশ। যা একটা পোড়া বাড়ির মতো ছিল অবস্থ। তাহলে অভাব তো একটু আধটু থাকার কথাই। তাই বলে কি এখনো ১৯৭৪ সালের দুর্ভিক্ষের দুর্গন্ধটা অনেকের নাকে লেগে থাকবে? গন্ধটা লেগে থাকার তো কথা নয়! আমার মতে ১৯৭৪ সালের দুর্ভিক্ষের চেয়েও দেশ স্বাধীন হবার আগে নীরব দুর্ভিক্ষ বাংলার ঘরে ঘরে ছিল। কিন্তু সেই নীরব দুর্ভিক্ষের কথা বাংলার মানুষের হয়তো মনেই পড়ে না। ১৯৭১ সালের ডিসেম্বর মাসে দেশ স্বাধীন হবার আগের নীরব দুর্ভিক্ষ অভাবগ্রস্ত পরিবারের আমি একজন অভাবী এখনো বেঁচে আছি এই বাংলার বুকে। সে- সময়ের অভাবের কথা এখনো সময় সময় মনে পড়ে। সে-সময়ের অভাবের কথা ভুলিনি, তা ভুলতেও পারবো না কোনোদিন। সে-সময়ে শুধু ভাত-কাপড়ের অভাবই ছিল না। অভাব ছিল শিক্ষার। অভাব ছিল শিক্ষা সামগ্রীর। অভাব ছিল ভাত-কাপড়ের। অভাব ছিল টাকা-পয়সার। মোট কথায় মানুষের বেঁচে থাকার জন্য সবকিছুরই অভাব ছিল। সেই অভাবের মা...

মেহনতী মানুষের জয়

ছবি
                  ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ।  রাজা ডেকে বলে, 'শুনো রে বাপু নিত্য গোপাল! তোর এ কেমন কপাল? তোকে দেখি চিরকাল, খেটেই যাচ্ছিস সকাল-বিকাল!  বল, এ তোর কেমন কপাল?' নিত্য গোপাল বলে, 'শুনেন শুনেন রাজা মহাশয়, আমি যদি না-ই খাটি ক্যামনে হবে আপনার জয়? দরিদ্রদের হয় রক্ত ক্ষয়, রাজার হয় রাজ্য জয়! রাজা হলেন রাগ! বললো, 'বলিস কি নিত্য গোপাল? এখান থেকে ভাগ! গরিবের রক্তে ফিরেনি মোর কপাল! আমার হলো রাজ কপাল! কার এমন সাত কপাল?' নিত্য গোপাল বলে, 'সবার-ই-তো একই কপাল!' ভাগ্য দোষে হয় কাঙাল! চিরসুখীও হয় কঙ্কাল! অর্থে দূর হয়না জঞ্জাল!  দারিদ্রতাই সুখের কপাল!'  রাজা হেসে বলে, 'হাহাহাহা দরিদ্রদের আবার সুখ? কষ্টে তোদের দিন চলে, বারোমাস দেখি তোদের দুখ! এটা আবার কেমন সুখ? রাজার থাকে রাজ্যের সুখ! নিত্য গোপাল হাসে! হিহিহিহি, 'এই সুখ তো সুখ নয়! যেদিন স্রষ্টার হুকুম আসে, সেদিন সবকিছুতেই ক্ষয়! রাজাও একদিন ফকির হয়! মেহনতি মানুষের হবে জয়✌!' প্রিয় পাঠক , কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক  লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন।  নিতাই...