পোস্টগুলি

সারদা_দেবী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শ্রী রামকৃষ্ণ পরমহংস ও মা সারদা দেবীর যুগল সান্নিধ্য

ছবি
  🌸 শ্রী রামকৃষ্ণ পরমহংস ও মা সারদা দেবীর যুগল সান্নিধ্য 🌸 🕉️ ঐতিহ্যবাহী শিল্পরূপে শ্রী রামকৃষ্ণ পরমহংস ও মা সারদা দেবী শ্রী রামকৃষ্ণ পরমহংস (১৮৩৬–১৮৮৬) ছিলেন ভারতের আধ্যাত্মিক নবজাগরণের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর জীবনযাপন, ভক্তি, আর সাদামাটা ভাষায় বলা আধ্যাত্মিক সত্য আজও কোটি মানুষের পথপ্রদর্শক। অন্যদিকে, মা সারদা দেবী ছিলেন তাঁর জীবনসঙ্গিনী ও আধ্যাত্মিক সহযাত্রী। যুগলভাবে তাঁরা এক মহান আদর্শ উপহার দিয়েছেন— "গৃহস্থ জীবনেও ঈশ্বরপ্রেম ও সাধনা সম্ভব" । শ্রী রামকৃষ্ণের ভক্তরা তাঁকে ঈশ্বররূপে মানলেও, মা সারদা দেবী ছিলেন মাতৃস্বরূপ— স্নেহ, দয়া ও করুণার প্রতীক। তাঁদের এই যুগল জীবনযাপন শুধু আধ্যাত্মিক অনুপ্রেরণাই নয়, সামাজিক সমতা, নারী-পুরুষের সমান মর্যাদা এবং ভক্তির ভিন্ন ভিন্ন পথের ঐক্যকেও তুলে ধরে। 🌼 তাঁরা যেন সকলের জীবনে আলো, শান্তি ও প্রেমের উৎস হয়ে থাকেন 🌼 ✍️ নিতাই বাবু 🏆 পুরস্কারপ্রাপ্ত নাগরিক সাংবাদিক – ২০১৭ 🏆 ব্লগ ডট বিডিনিউজ টুয়...