পোস্টগুলি

জন্ম লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

জন্ম ধর্ম কর্ম

ছবি
✒️ জন্ম ধর্ম কর্ম জন্ম সবার একইভাবে, ধর্ম হয় ভিন্ন , কর্মও ভিন্ন, তবুও কেউ ধন্য , কেউ হয় হীন । কর্ম যার ভালো, ভাগ্যও হয় ভালো , যদিও গায়ের রং কালো, জ্ঞানে বাড়ায় আলো । মাথার মগজ একরকম, জ্ঞান কিন্তু ভিন্ন , কেউ হয়ে ওঠে সভ্য মানুষ, কেউ রয়ে যায় বন্য। জন্ম, কর্ম, ধর্ম, থাকে ভিন্ন ভিন্ন মতান্তর, এইভাবেই চলে জগৎ, চলবে যুগযুগান্তর। ✍️ নিতাই বাবু নাগরিক সাংবাদিক, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম 📅 ০১/০৫/২০২৩ ইং