পোস্টগুলি

হাজীগঞ্জ কেল্লা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

অযত্নে অবহেলায় দাড়িয়ে আছে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ কেল্লা।

ছবি
                ছবি ও এডিটিং নিজের। প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত নারায়ণগঞ্জে রয়েছে মোগল আমলের অনেক স্থাপনা। তারমধ্যে একটি হলো হাজীগঞ্জ  দুর্গ বা হাজীগঞ্জ কেল্লা। মোগল স্থাপত্য কেল্লাটি রাজধানী ঢাকা থেকে ১৪.৬৮ কিঃমিঃ দূরে অবস্থিত।    এটি নারায়ণগঞ্জ থেকে চিটাগাং রোড যেতে মাঝপথে নবীগঞ্জ গুদারা ঘাটের একটু সামনেই, হাজীগঞ্জ ফায়ার ব্রিগেডের পরই হাজীগঞ্জ কেল্লাটির অবস্থান। কোনো একসময় এটি খিজিরপুর দুর্গ নামেও সবার কাছে পরিচিত ছিল। নারায়ণগঞ্জ সিটির  হাজীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যার পশ্চিম তীরেই এই ঐতিহ্যবাহী কেল্লাটি অযত্নে অবহেলায় এখনো কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে।  নারায়ণগঞ্জ-চিটাগাং রোড ভায়া ডেমড়া আসা-যাওয়ার পথিমধ্যে এই কেল্লাটি সবার চোখে পড়ে। দেশ স্বাধীন হবার আগে থেকে এই কেল্লাটির চারপাশে গড়ে উঠেছিল টিনসেট পাটের গোডাউন। সেসময় নারায়ণগঞ্জ পাট ও বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত ছিল।  এখন সেই নাম-কাম না থাকলেও, কেল্লাটির চারপাশে কিছুকিছু দখলদারি স্থাপনা এখনো দিব্বি  রয়ে গেছে। এসব দখলদারি স্থাপনাগুলোর জন্য মোগল আমালের...