শ্রীমদ্ভগবদগীতা — পর্ব ৮ | মৃত্যু, আত্মা ও ভক্তির চেতনা

📖 শ্রীমদ্ভগবদগীতা — পর্ব ৮ এই পর্বটি কেন্দ্রীয়ভাবে আলোচনা করে — মৃত্যু , পরমেশ্বর ও চেতনাবোধ সম্পর্কে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝান যে, মৃত্যুর মুহূর্তে কোন স্মৃতি বা মনোভাব থাকছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ — কারণ সেটিই আত্মার গন্তব্য নির্ধারণ করতে সহায়ক। 🔹 মূল ধারণা শ্রীকৃষ্ণ বলেন — জীবিত অবস্থায় যে চেতনা ও স্মৃতি আমরা ধরে রাখি, সেগুলোই মৃত্যুর সময় ও পরবর্তী ভূমির আরোপ নির্ধারণ করে। যারা মৃত্যুর পূর্বে আমাকে স্মরণ করে, তারা আমার উপর অভিস্মরণ করে সদগতি পায়। ফলে নিয়মিত ভক্তি, ধ্যান ও ঈশ্বর-স্মরণ জীবনের প্রতিটি মুহূর্তকে পরিণত করে। 🔹 আত্মা ও দেহের সম্পর্ক এখানে স্পষ্ট করা হয় যে—দেহ فنا; কিন্তু আত্মা অবিনশ্বর। দেহ পরিবর্তনশীল, আত্মা স্থায়ী। শরীরের মৃত্যু হল কেবলমাত্র বাহ্যিক আচ্ছাদন ভাঙা; আত্মার চলাচল অব্যাহত থাকে। আত্মার প্রকৃত পরিচয় বোঝার মাধ্যমেই মানুষ মরণোত্তর স্থিতি সম্পর্কে সঠিক উপলব্ধি লাভ করে। 🔹 মৃত্যুর মুহূর্তে স্মৃতির গুরুত্ব শ্রীকৃষ্ণ জানিয়েছেন—যে কোনো ব্যাধি, আঘাত বা প্রাকৃতিক কারণে মৃত্যু হলে মানুষের মন ক...