হিন্দুধর্মে ৫১ শক্তিপীঠের ইতিহাস ও অবস্থান: ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান

৫১ শক্তিপীঠ — ইতিহাস, গুরুত্ব ও দেশভিত্তিক বন্টন (সংক্ষিপ্ত পরিচিতি, ঐতিহাসিক পটভূমি এবং প্রচলিত তালিকা) 📜 কাহিনি ও ধর্মীয় অর্থ হিন্দু পুরাণের কাহিনী অনুসারে—সতী দেবী যখন রাজা দক্ষের যজ্ঞে অযাচিত অপমান সহ্য করে আত্মহত্যা করলেন, তখন শোকাহত শিব মহাদেব সতীর দেহকে কাঁধে নিয়ে তান্ডব নৃত্য শুরু করলেন। বিশ্বব্রহ্মাণ্ডের ভারসাম্য হেলে পড়লে ভগবান বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে খণ্ডাংশে ভাগ করে দিলেন। প্রতিটি খণ্ডপতনস্থলেই পরবর্তীকালে দেবীর শক্তিকে সম্মান করে একটি তীর্থ বা পীঠ প্রতিষ্ঠিত হয়—যেগুলোই আমরা 'শক্তিপীঠ' নামে চিনি। প্রতিটি শক্তিপীঠে দেবীর বিশেষ রূপ আর শিবের ভিন্ন নামের আরাধনা হয়। (তথ্যসূত্র ও প্রচলিত তালিকা-ভিত্তি)। 🌍 দেশভিত্তিক সারসংক্ষেপ ভারত — শক্তিপীঠগুলোর সবচেয়ে বড় সমাহার এখানে; অধিকাংশ প্রাচীন ও প্রধান পীঠ ভারতের বিভিন্ন প্রদেশে সংরক্ষিত। বাংলাদেশ — কোন-কেটে থাকলেও কিছু পীঠ ঐতিহ্যগতভাবে এখানে প্রতিষ্ঠিত বলে প্রচলিত। পাকিস্তান — বিশেষত হিংলাজ (Hinglaj) এবং শারদা (Sharada) প্রভৃত...