পোস্টগুলি

জাতক_কাহিনি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বৌদ্ধ ধর্মের ইতিহাস — ধর্মগ্রন্থ, ত্রিপিটক ও গুরুত্ব

ছবি
  বৌদ্ধ ধর্মের ইতিহাস ও ধর্মগ্রন্থসমূহ বৌদ্ধ ধর্মের ইতিহাস ও ধর্মগ্রন্থসমূহ বৌদ্ধ ধর্ম বিশ্বের অন্যতম প্রাচীন ও দর্শনভিত্তিক ধর্ম। খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে গৌতম বুদ্ধ -এর শিক্ষা থেকে এর সূচনা ঘটে। তিনি মানবজীবনের দুঃখ ও দুঃখমুক্তির পথ নিয়ে শিক্ষা প্রদান করেছিলেন, যা আজও কোটি মানুষের আধ্যাত্মিক জীবনের পথপ্রদর্শক। 🌸 বৌদ্ধ ধর্মের ইতিহাস গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল খ্রিষ্টপূর্ব ৫৬৩ অব্দে লুম্বিনী (বর্তমান নেপাল)। শাক্য রাজকুমার হিসেবে তিনি বিলাসবহুল জীবনে বড় হন। কিন্তু বার্ধক্য, রোগ, মৃত্যু ও দুঃখ দেখে সংসারত্যাগ করেন। বোধিবৃক্ষের নিচে দীর্ঘ ধ্যান ও সাধনার পর তিনি জ্ঞানপ্রাপ্ত হন এবং ‘বুদ্ধ’ উপাধি লাভ করেন। তিনি মানুষকে শিক্ষা দেন — চতুরার্য সত্য: দুঃখ, দুঃখের কারণ, দুঃখ নিরসন ও মুক্তির পথ। অষ্টাঙ্গিক মার্গ: সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীবিকা, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। সম্রাট অশোক (খ্রিষ্টপূর্ব ৩য় শতক) বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রীয় আশ্রয় দেন এবং তাঁর প্রচেষ্টায় এটি ভারত থেকে শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, চ...