পোস্টগুলি

রাজনৈতিক_বিশ্লেষক লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

তুমি নাকি জাতির পিতার কন্যা?

ছবি
  তুমি নাকি জাতির পিতার কন্যা? তুমি নাকি জাতির পিতার কন্যা? তুমি তো বলেছিলে, তুমি জাতির পিতার রক্ত বহন করো! তুমি তো বলেছিলে, "এই দেশ আমার নিজের সন্তানের মতো!" তবে প্রশ্ন জাগে— সেই সন্তানের কান্না যখন রাজপথে রক্ত হয়ে গড়িয়ে পড়ে, তখন কোথায় ছিল তোমার মাতৃত্ববোধ? তুমি কীভাবে উড়ে গেলে, আর রেখে গেলে তোমার লক্ষ কর্মীকে গুজব, গুলি আর গুমের ভয়াল রাতের মুখোমুখি? তুমি কি জানো কেমন লাগে, যখন এক মা তার নিখোঁজ সন্তানের জামা বুকে জড়িয়ে কাঁদে— তাকে বলতে পারো কি, কেন তুমি ছিলে না তার পাশে? তোমার কণ্ঠে যতটা সাহসের বুলি ছিল, তোমার পায়ের ছন্দে ছিল না ততটুকু অটলতা! তুমি কি জানো, একজন প্রকৃত নেতা পালায় না— সে লড়াই করে, হেরে যায়, আবার উঠে দাঁড়ায়। তবে তুমি? তুমি তো পালিয়েছো, নিজের জান বাঁচাতে হাজার হাজার মানুষের আশাভঙ্গ ঘটিয়ে। তুমি কি আজও সেই নারীর চোখে চোখ রেখে দাঁড়াতে পারো, যে তার স্বামীকে হারিয়েছে, কারণ তিনি তোমার নাম নিয়ে স্লোগান দিয়েছিল...