পোস্টগুলি

লেখা_কথা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

লেখা কথা

ছবি
লেখা কথা — নিতাই বাবু কলম ধরি, কাগজে ঝরে, মনের যত কথা, লেখা যেন জীবনের ক্ষতবিক্ষত ব্যথা। কারও জন্য প্রেম, কারও জন্য বেদনা, শব্দেরা জানে শুধু, আমার গভীর চেনা। আমি কবি না, আমি শুধু এক জনতা, যে জীবনের গল্প লেখে রাতের নিঃসঙ্গতা। বুকের ভেতর যে ঢেউ ওঠে নিঃশব্দে, তারই প্রতিধ্বনি — এই লেখার অবগাহনে। শব্দে শব্দে গাঁথা এক নীরব ইতিহাস, যা কেউ পড়লে ভাবে — বাহ! এ তো আমারই আশ! লেখা মানে মুক্তি, লেখা মানে যন্ত্রণা, লেখা মানেই — বুকের ভাঙা প্রাচীন বন্দনা। ✍️ লেখক পরিচিতি: নিতাই বাবু — একজন আবেগপ্রবণ কবি, ব্লগার ও শব্দসন্ধানী চিন্তাশীল মানুষ। বাংলার গ্রামীণ জীবন, ভাষা, সংগ্রাম ও আত্মপরিচয় তার লেখার মূল থিম। তিনি bdnews24 ব্লগের একজন পুরস্কারপ্রাপ্ত লেখক এবং  নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্য-সংগ্রামী হিসেবে সুপরিচিত। শীতলক্ষ্যা নদী, বন্দর, এবং ভাষার ইতিহাস তার কবিতার পরতে পরতে জড়িয়ে থাকে। 🔗 শেয়ার করুন: 📘 ফেসবুকে শেয়ার করুন 🐦 টুইটারে শেয়ার করুন ...