ব্রহ্মপুত্র নদ ও হিন্দুদের মহাতীর্থ লাঙলবন্ধের ইতিহাস

ব্রহ্মপুত্র নদ ও লাঙলবন্ধ — ইতিহাস ও ধর্মীয় তাৎপর্য ব্রহ্মপুত্র নদ ও লাঙলবন্ধ — ইতিহাস ও ধর্মীয় তাৎপর্য লেখা: নিতাই বাবু • ভ্রমণ-ইতিহাস ও ধর্ম সংস্কৃতি ব্রহ্মপুত্র —দক্ষিণ এশিয়ার এক বিশাল ও ঐতিহাসিক নদী। প্রাচীনকালে ও সাম্প্রতিককালেই নদীটি ভূরাজনীতি, বাণিজ্য, কৃষি ও ধর্মীয় আচারের ক্ষেত্রে গভীর প্রভাব ফেলেছে। আর ব্রহ্মপুত্রের তীরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকার লাঙলবন্ধ হিন্দু সম্প্রদায়ের একটি মহান তীর্থকেন্দ্র—যেখানে পুণ্যস্নান ও ধর্মীয় সম্মিলন যুগান্তকারী প্রভাব ফেলে এসেছে। নিচে এই নদী ও তীর্থের ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং সাংস্কৃতিক তাৎপর্য বিস্তারিতভাবে বিবেচনা করা হলো। ব্রহ্মপুত্র নদ — উৎস ও ভৌগোলিক পরিচিতি ব্রহ্মপুত্র নদের উৎস তিব্বতের উপরেতে—বশ্যত সাংপো (নামটি ভিন্ন ভাষায় কীভাবে উচ্চারণ হয় সে তার বৈচিত্র্য রয়েছে)। নদীটি তারপর নাম বদলাতে বদলাতে অরুণাচল প্রদেশ হয়ে আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করে। ভারতের আসামভূভাগে এটি বৃহৎ ভূমি ও বন্যা-চক্রের মাধ্যমে সমৃদ্ধ নদী-তীরবর্তী সংস্কৃত...