পোস্টগুলি

অশান্ত-মন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

অশান্ত মন

ছবি
অশান্ত এই মন  করে শুধু বনবন  ভাবে বসে সারাক্ষণ কী করি এখন?  দিতে চায় ওজন  সেরে সেরে মণ মেলে না যখন গোলমাল বাধে তখন! ভাবতে হয় ভীষণ হিসাব নেবে মহাজন  মেলাবে কে এখন সময়ও নেই বেশিক্ষণ! তবুও ভাবে কিছুক্ষণ  ফাঁকি চলে কতক্ষণ  হাতে সময় অল্পক্ষণ  কী হবে যে কখন! কে আছে আপন  কোথায় আপনজন প্রিয়জন পরিজন আত্মীয়স্বজন বন্ধুগণ কাছে নেই স্বজন।  বিপদে বন্ধুর লক্ষণ ক্ষুধায় উচ্ছিষ্ট ভক্ষণ  লোভে কুমন্ত্র গ্রহণ  বিশ্বাসে মন্ত্র শ্রবণ।  এমনি করে কতোজন  ভাগ্যে সিংহাসনে আহরণ  জোটে ক্ষমতার আসন ময়দানে বক্তৃতা ভাষণ। বনে যায় রাবণ কাঁপায় রাজনীতির অঙ্গন  দুর্নীতিতে গড়ে বিলাসভবন  চামচিকা করে তৈলমর্দন।  এভাবেই চলছে ভূবণ  মরছে দেশের জনসাধারণ  চালিয়ে যায় আন্দোলন নিশ্বাস থাকে যতক্ষণ।  হোক না মরণ চলুক দমন পীড়ন  করবো না পলায়ন প্রভুকে করবে স্মরণ!  একজন দুইজন তিনজন  ক্ষমতায় আসে যতজন  তারাই করছে ভোজন  কে আছে আস্থাভাজন?  মেলেনা মনের মতন  এমনই হিসাবের ধরন  বোধহয় জীবনটা রণাঙ্গন...